যানজট এড়াতে নদীতে নেমে জলের ওপর দিয়ে চলল গাড়ি
পর্যটকের ভিড় ঠাসা। অগুন্তি গাড়ির লাইন রাস্তা জুড়ে। এই যানজট আর সহ্য করতে না পেরে গাড়ি নিয়ে পাশের নদীতে নেমে পড়লেন এক ব্যক্তি। চালালেন জলের ওপর দিয়ে।
বছর শেষের ছুটিতে শীতের পরশ গায়ে মেখে কয়েকটা আনন্দঘন দিন কাটাতে অনেকেই পাড়ি দেন প্রকৃতির বুকে কোনও সুন্দর জায়গায়। সঙ্গে গাড়ি থাকলে তো কথাই নেই। এভাবেই এক ব্যক্তি গাড়ি নিয়ে হাজির হয়েছিলেন হিমাচল প্রদেশের লাহুল উপত্যকায়। সেখানে তখন তাঁর মতই ছুটি কাটাতে বহু মানুষ গাড়ি নিয়ে হাজির হয়েছেন।
ফলে মানালি ও কেলং-এর মাঝের রাস্তায় প্রবল যানজট। লম্বা গাড়ির লাইন দেখে ধৈর্য হারান ওই ব্যক্তি। তিনি তাঁর এসইউভি গাড়ি নিয়ে সোজা নেমে পড়েন রাস্তার ধার দিয়ে বয়ে যাওয়া চন্দ্রা নদীতে।
নদীতে তখন ভাল জল। সেই সঙ্গে কিছু জায়গায় জল আবার বরফও হয়ে গেছে। সেই নদীর মাঝখান দিয়েই গাড়ি চালাতে থাকেন ওই ব্যক্তি। অবশ্যই নদীর জলে কোনও যানজট নেই। ফলে জলের ওপর গাড়ি চলতে থাকে।
এদিকে ওই ব্যক্তির এভাবে জীবনের ঝুঁকি নিয়ে যানজট এড়াতে নদীর জলের ওপর দিয়ে গাড়ি চালানোর ছবি ছড়িয়ে পড়তে সময় নেয়নি। প্রশাসনের কাছেও খবর যায়।
এমন বেপরোয়া কাণ্ডের জন্য ওই ব্যক্তির সাড়ে ৩ হাজার টকা জরিমানাও হয়। সেই সঙ্গে স্থানীয় প্রশাসনের তরফে এটাও গাড়ি নিয়ে আসা লোকজনকে সতর্ক করে দেওয়া হয়েছে যে মদ্যপান করে গাড়ি চালানো, গাড়ি নিয়ে কোনও স্টান্ট দেখানোর চেষ্টা, যেখানে সেখানে গাড়ি পার্ক করার মত কোনও বেয়াদবি কিন্তু সহ্য করা হবেনা।
কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত গত ২ দিনে অটল টানেল ধরে ২৮ হাজার গাড়ি প্রায় দেড় লক্ষ মানুষকে নিয়ে যাতায়াত করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা