National

কনকনে ঠান্ডায় গোলাপি শহরে ফের পালিত হবে দিওয়ালী

এখন কনকনে ঠান্ডার সময়। জানুয়ারি মাসে ঠান্ডা থাকেই। এই ঠান্ডাতেও গোলাপি শহর মেতে উঠতে চলেছে আবার দিওয়ালীতে। রাতদিন এক করে হচ্ছে আয়োজন।

দিওয়ালী এবার নভেম্বর মাসে পালিত হয়েছে। সেই ঠান্ডা পড়ার মুখে দিওয়ালী পালন পার করে সবে কিছুদিন পার হয়েছে। নতুন বছর পড়েছে। তার মধ্যেই ফের দিওয়ালীর আয়োজনে মেতে উঠল দেশের গোলাপি শহর। সেখানে আবার এখন কড়া ঠান্ডা। আগামী ২২ জানুয়ারি সেখানে পালিত হবে এই দিওয়ালী।

তখনও এ শহরে ঠান্ডার কমতি থাকবে বলে মনে করছেননা স্থানীয়রা। কারণ তাঁরা জানেন বছরের ওই সময় কেমন হাড় কাঁপানো ঠান্ডা সেখানে থাকে। সেই ঠান্ডায় সন্ধে নামলে জ্বলে উঠবে ৫ লক্ষ মাটির প্রদীপ।


লক্ষ লক্ষ মাটির প্রদীপ একসঙ্গে জ্বলে উঠে দিওয়ালী পালনের সঙ্গে পরিচিত ভারতবাসী। তবে তা অনুষ্ঠিত হয় অযোধ্যায়। সরযূ নদীর ধারে দীপোৎসব পালিত হয়। তেমনই দীপোৎসব এবার অন্য কারণে অসময়ে পালিত হতে চলেছে গোলাপি শহর জয়পুরে।

রামলালার প্রাণপ্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে জয়পুর সেজে উঠতে চলেছে এই ৫ লক্ষ মাটির প্রদীপের আলোয়। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যা জুড়ে এখন সাজোসাজো রব।


অযোধ্যা তো রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে সেজে উঠছেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন রাম মন্দিরের। ওই দিনকে সামনে রেখে জয়পুর সেজে উঠছে ৫ লক্ষ মাটির প্রদীপে। জয়পুরের বিভিন্ন মন্দির থেকে সরকারি ভবন সেজে উঠবে এই প্রদীপের আলোয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button