সবার আগে ফুল ফুটিয়ে ইতিহাস গড়ল ভারত
এবার দেশের অনেক জায়গায় শীতকালেও শীতের দেখা পাওয়া যাচ্ছেনা। আর তাতেই বিশ্বে সবার আগে ফুল ফুটিয়ে ইতিহাস গড়ল ভারত।
এবার দেশের অনেক জায়গায় শীত পড়েও পড়ছে না। পৌষ মাসের প্রায় শেষ হতে চলল। তবু শীতের সেভাবে দেখা নেই। কিন্তু এই শীতাভাব ভারতকে বিশ্বের মানুষের চোখে একটা বিষয়ে সেরা করে দিয়েছে। ভারত ফুল ফুটিয়ে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। যদিও শীত পড়লে এমনটা করে দেখানো যেত না। এই সাফল্যও আসত না।
একটু হেঁয়ালি মনে হতেই পারে। আসলে লখনউ শহরে শীতের দিনে কনকনে ঠান্ডা কাবু করে সকলকে। কিন্তু এবার লখনউতে শীতের বড়ই অভাব। তেমন শীত পড়েনি এই নবাবি শহরে।
এদিকে ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইন্সটিটিউট লখনউতে টিউলিপ ফুল ফুটিয়ে ফেলে। এই ফুল কাশ্মীর উপত্যকায় প্রতিবছর চোখ জুড়িয়ে দেয়। কিন্তু লখনউতে তা ফোটে বিশেষজ্ঞদের নজরদারিতে।
অপরূপা রঙিন টিউলিপ ফোটার সবচেয়ে ভাল সময় হল মার্চ, এপ্রিল মাস যখন বসন্ত বিরাজ করে। ঠান্ডার পর আলতো গরমের পরশে এই ফুল তার সব সৌন্দর্যটুকু নিঙরে দিয়ে ফুটে ওঠে।
এবার লখনউ শহরে ঠান্ডা কম পড়ায় টিউলিপ ফুলগুলি এখনই ফুটে গেছে বোটানিক্যাল ইন্সটিটিউটের বাগানে। বিশ্বজুড়ে এই সময় টিউলিপ ফুল কোথাও ফোটে না।
উত্তর গোলার্ধে শীতকাল। তা কেটে বসন্তের ছোঁয়া এলে তবেই বিশ্বের বিভিন্ন প্রান্তে টিউলিপ তার রঙ ছড়িয়ে দেয়। এখনও সে সময় আসেনি।
তাই লখনউয়ের ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইন্সটিটিউট-এর দাবি তারাই এ মরসুমে বিশ্বে প্রথম টিউলিপ ফুল ফুটিয়ে দেখাল। যে ৬০টি লাল টিউলিপ ফুল জানুয়ারির শুরুতেই তাদের বাগানে ফুটেছে তা বিশ্বে এবারের জন্য প্রথম টিউলিপ ফোটা। সেদিক দিয়ে ভারত বিশ্বে এই মরসুমে প্রথম টিউলিপ ফুটিয়ে ইতিহাস গড়ল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা