ভাঙাচোরা রাস্তা ফিরিয়ে দিল মৃত ঘোষিতের প্রাণ, আপ্লুত পরিবার
যাঁকে মৃত বলে ঘোষণা করা হয়ে গিয়েছিল, যাঁর অন্ত্যেষ্টির সব ব্যবস্থাও পাকা হয়ে গিয়েছিল, তাঁর প্রাণ ফিরিয়ে দিল রাস্তার খানাখন্দ।
ভাল করে পরীক্ষার পর অবশেষে তাঁকে মৃত বলে জানিয়ে দেন চিকিৎসকেরা। ভেঙে পড়ে পরিবার। পরিবারের ৮০ বছরের বৃদ্ধের মৃত্যু তাদের জন্য মাথার ওপর থেকে ছাদ যাওয়ার শামিল ছিল। শোকাহত পরিবার তাঁর শেষকৃত্যের যাবতীয় ব্যবস্থা করতে শুরু করে। দুঃখের খবরটা পৌঁছে দেওয়া হয় আত্মীয়পরিজনদের কাছেও।
তাঁরাও শোকাহত অবস্থায় ওই বৃদ্ধের পরিবারের পাশে এসে দাঁড়ান। এদিকে বৃদ্ধকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি আনছিলেন তাঁর নাতি। বেশ কিছুটা পথ। রাস্তাও খারাপ।
মৃত দাদুর পাশে বসেছিলেন নাতি। খারাপ রাস্তায় অ্যাম্বুলেন্স মাঝেমধ্যেই গর্তে পড়ে ঝাঁকানি খাচ্ছিল। এমনই এক গর্তে পড়ার পর গাড়িতে যে ঝাঁকুনি হয় তার পরেই নাতি দেখেন তাঁর মৃত দাদু দর্শন সিং ব্রার নড়ে উঠলেন।
যাঁকে পাটিয়ালার হাসপাতালের চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেছেন, যাঁকে শেষবারের জন্য তাঁর বাড়ি কার্নালে নিয়ে যাচ্ছেন তাঁর নাতি, যেখানে তাঁর শেষকৃত্য হবে। সেই মানুষটা নড়ছেন! প্রথমটা বিশ্বাস না হলেও নাতি লক্ষ্য করেন তাঁর দাদুর হৃৎস্পন্দন পাওয়া যাচ্ছে।
আর দেরি না করে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে তিনি কার্নালেরই একটি হাসপাতালে হাজির হন। সেখানে ওই বৃদ্ধকে পরীক্ষা করে চিকিৎসকেরা জানান তাঁর দেহে প্রাণ রয়েছে। তবে তাঁর পরিস্থিতি আশঙ্কাজনক।
এই মিরাকলের খবর যায় বাড়িতে। শোকের আবহ থেকে বেরিয়ে অনেকে ছুটে আসেন হাসপাতালে। সকলেরই বিশ্বাস রাস্তার ওই খানাখন্দে পড়ার ঝাঁকুনিই কোনওভাবে তাঁদের বাড়ির সদস্যকে মৃত থেকে জীবিত করে তুলেছে।