অস্বাভাবিক ঠান্ডায় কাঁপছে ভূস্বর্গ, একটুকরো বরফেরও দেখা নেই
২টিই অস্বাভাবিক। শীতকালে কাশ্মীর জুড়ে বরফের দেখা নেই। আবার বরফ পড়লে যে ঠান্ডা প্রতিবছর এই সময় থাকে, তার চেয়ে অনেক বেশি ঠান্ডায় কাঁপছে ভূস্বর্গ।
শীত এলে জম্মু কাশ্মীরের কাশ্মীর ছেড়ে জম্মুতে চলে আসেন অনেকে। কারণ জম্মুতে সেই ঠান্ডা পড়েনা। বরং শীতকালে কিছুটা উষ্ণতার খোঁজে জম্মুতে হাজির হন অনেকে। সেই জম্মু এবার অস্বাভাবিক কনকনে ঠান্ডায় কাঁপছে।
সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ৫-৬-এর ঘরে ঘুরছে সেখানে ১০ ডিগ্রির নিচে রয়েছে সর্বোচ্চ পারদ। এত ঠান্ডা এই সময়ে জম্মুতে দেখা যায়না। জম্মুতে যখন এমন অবস্থা তখন শ্রীনগর মাইনাস ৫ ডিগ্রির আশপাশে ঘুরছে।
কাশ্মীরে শীতের সবচেয়ে কঠিন সময়কে স্থানীয়রা বলেন চিল্লাই কলন। ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ভয়ংকর শীত চলে ৩০ জানুয়ারি পর্যন্ত। তারপর ফের কাশ্মীরে পারদ চড়তে শুরু করে। আসে বসন্ত।
সেই চিল্লাই কলনের মধ্যেই রয়েছে কাশ্মীর। এই সময় প্রচুর তুষারপাত আর প্রবল ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়। কিন্তু এবার সেই তুষারপাতেরই দেখা নেই। শুকনো শীতকাল কাটাচ্ছে ভূস্বর্গ। যা সেখানকার মানুষ কখনও দেখেননি।
এদিকে তুষারপাত না হলেও ঠান্ডার কনকনানি এবার অন্যবারের চেয়েও বেশি। এই সময় গুলমার্গ মাইনাস ৪-এর ঘরে, পহেলগাম মাইনাস ৭-এর ঘরে ঘোরাফেরা করছে।
লেহ-তে পারদ নেমেছে মাইনাস ১৬-১৭-র ঘরে। কার্গিল মাইনাস ১২-১৩-র ঘরে ঘোরাফেরা করছে। এই সময়ের জন্য এই পারদ স্বাভাবিকের চেয়ে কম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা