স্কুলে প্রার্থনার সময় ছাত্রছাত্রীদের সঙ্গে জুড়তে চলেছে সূর্য
স্কুল শুরুর আগে ছাত্রছাত্রীদের প্রার্থনায় যোগ দিতে হয়। এটা সব স্কুলেরই রীতি। এবার সেই প্রার্থনার সঙ্গে জুড়ে যেতে চলেছে সূর্য। শুরু হচ্ছে এই নিয়ম।
স্কুলে যাওয়া পড়াশোনার জন্য। তবে সেই পড়ার জন্য ক্লাস শুরুর আগে সব ছাত্রছাত্রীকেই প্রার্থনা বা প্রেয়ারে যোগ দিতে হয়। এটা দীর্ঘদিনের রীতি। এবার কেবল প্রার্থনা শেষ করেই ক্লাসে চলে যেতে পারবেনা ছাত্রছাত্রীরা। এমনকি শিক্ষকরাও সেখান থেকে যেতে পারবেন না।
যোগ দিতে হবে আরও একটি প্রাত্যহিক নিয়ম পালনে। যা মরুরাজ্যে শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি সূর্য সপ্তমী তিথি থেকে। রাজস্থান সরকার সে রাজ্যের প্রতিটি স্কুলে প্রার্থনার সঙ্গে সূর্য নমস্কার নামে যোগাসন শুরুর নির্দেশ দিয়েছে।
সূর্য নমস্কার প্রতিটি স্কুলে চালু করার আগে এখন প্রতি স্কুলের শিক্ষকদের সূর্য নমস্কারের যোগবিদ্যার প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তাঁরা ছাত্রছাত্রীদের সঠিক পদ্ধতি মেনে সূর্য নমস্কারের পাঠ দিতে পারেন।
প্রতিদিন কমপক্ষে ১৫ বার সূর্য নমস্কার প্রার্থনা শেষে বাধ্যতামূলক করা হচ্ছে। ভারতীয় প্রাচীন যোগবিদ্যায় সূর্য নমস্কার অন্যতম। মুনি ঋষিরাও প্রতিদিন সূর্য নমস্কার করে থাকেন।
এই অভ্যাস ছাত্রছাত্রীদের জীবন গঠনে কার্যকরী ভূমিকা নেবে বলেই মনে করছেন সকলে। রাজস্থানে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম প্রতিটি স্কুলে চালু করা হচ্ছে।
আগামী দিনে কিন্তু এই সু-অভ্যাসের রাস্তায় অন্য রাজ্যগুলিও হাঁটতেই পারে। সেক্ষেত্রে কার্যত পথ দেখাল রাজস্থান। রাজস্থানের স্কুলে স্কুলে কেবল সূর্য নমস্কার বলেই নয়, অন্য অনেক যোগবিদ্যাই প্রশিক্ষণ দেওয়া হবে ছাত্রছাত্রীদের। যাতে তারা প্রার্থনা শেষে সেগুলি অনুশীলন করতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা