৫০ বছর পর তাদের দেখা মিলল এই জঙ্গলে
তারা যে এ জঙ্গলে তা কারও জানা ছিলনা। কারণ এ জঙ্গলে ৫০ বছরেও তাদের দেখা মেলেনি। অবশেষে তাদের দেখা মিলল ৫০ বছর পর।
মাঝে কেটে গেছে ৫০টা বছর। এই বিশাল সময়ের মধ্যে তাদের কখনও এ জঙ্গলে দেখা যায়নি। তাদের যে এ জঙ্গলে দেখা যেতে পারে তাও হয়তো ভাবনার মধ্যে ছিলনা। কিন্তু তাদের দেখা মিলল। ৫০ বছর পর সকলকে অবাক করে দিয়ে তাদের দেখা গেল।
যদিও জঙ্গলের এতটাই গভীরে তারা ছিল যে তাদের চর্মচক্ষে দেখার সুযোগ কারও হয়নি। জঙ্গলের মধ্যে লুকোনো ক্যামেরায় তাদের দেখা মেলে। ২ পুরুষ বাঘকে ঘুরতে দেখা যায় জঙ্গলে।
তামিলনাড়ুর হোসুরে কাবেরী নর্থ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির অন্তর্গত জ্বাওয়ালাগিরি রেঞ্জের ঘন জঙ্গলে গত ৫০ বছরে বাঘ দেখা যায়নি। তবে তামিলনাড়ু সরকার গত কয়েক বছরে জঙ্গল সংরক্ষণে জোর দেওয়ার পর বিশেষজ্ঞদের ধারনা বাঘরা ফের এই জঙ্গলে ফিরতে চলেছে। তারই প্রমাণ মিলল।
কর্ণাটকের বানেরঘাটা ন্যাশনাল পার্ক থেকেই এই ২ বাঘ জঙ্গলের পথে এই জঙ্গলে হাজির হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। বাঘরা এই জঙ্গলকেও তাদের বসবাসের যোগ্য বলে মনে করতে শুরু করেছে।
এমনিতেই ভারতে ব্যাঘ্র সংরক্ষণে জোর দেওয়া হচ্ছে। সেখানে যদি এভাবে আস্তে আস্তে বাঘরা আরও জঙ্গলে ছড়িয়ে পড়ে তাহলে তাদের বাসস্থানের আয়তনও বাড়বে। যা তাদের নিশ্চিন্ত আশ্রয়ও হবে।
বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশও হবে। ৫০ বছর পর জ্বাওয়ালাগিরি রেঞ্জের এই জঙ্গলে যে ২টি বাঘের দেখা মিলেছে তারা ২টিই পুরুষ বাঘ বলে চিহ্নিত হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা