দূষণ নিয়ন্ত্রণে এবার এগিয়ে এল একটি বাঘ
পৃথিবী নানাপ্রকারের দূষণে ভরে যাচ্ছে। যা বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ। সেই দূষণ নিয়ন্ত্রণে মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে এল বাঘ।
মানুষই দূষণ ছাড়াচ্ছে। নানা প্রচারও তাদের সচেতন করে তুলতে পারছেনা। আবার মানুষের একাংশ দূষণ নিয়ন্ত্রণে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছেন। দূষণ যে ক্রমশ পৃথিবীকে আর বাসযোগ্য রাখছে না তা সকলকে বোঝানোর চেষ্টা চালাচ্ছেন। তবু দূষণের হাত থেকে এ বিশ্ব রেহাই পাচ্ছে কই?
মানুষের পাশাপাশি বোধহয় এবার অন্য প্রাণিরাও দূষণের অপকারিতা সম্বন্ধে বুঝতে শুরু করেছে। অনেক মানুষ যা বুঝছেন না, তাঁদের বেপরোয়া অভ্যাস যে দূষণের কারণ হচ্ছে তা বোঝাতে এবার এগিয়ে এল একটি বাঘ।
হলুদ সাদা ডোরার এই রাজকীয় প্রাণিকে এবার দেখা গেল একদম অন্য কাজে। মহারাষ্ট্রের টাডোবা জাতীয় উদ্যানে তোলা একটি ছবি সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে।
ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার দীপ কাথিকর এই ছবিটি পোস্ট করে ভারত সহ গোটা বিশ্বকে চমকে দিয়েছেন। দেখা গেছে ওই জাতীয় উদ্যানে থাকা একটি বাঘ নালার মুখে আটকে থাকা একটি প্লাস্টিকের বোতল মুখে করে তুলে সরিয়ে নিয়ে যাচ্ছে। যাতে সেখান দিয়ে জল ঠিকমত প্রবাহিত হয়।
প্লাস্টিকটি যে এক মানুষের ফেলা তা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু সেই মানুষটি ফেলার সময় ভেবেও দেখেননি তিনি কীভাবে প্লাস্টিক দূষণকে জঙ্গলেও ছড়িয়ে দিচ্ছেন।
কিন্তু বাঘটি বুজেছে। সে তাই তার সামর্থ্য মত প্লাস্টিকের বোতলটি মুখে করে সরিয়ে নিয়ে গেছে। এ ছবি গোটা বিশ্বের মানুষের জন্য দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা প্রসারের এক জ্বলন্ত উদাহরণ হতে পারে।