পায়ে হেঁটে পাহাড়ে চড়লেন ১০২ বছরের বৃদ্ধা, শুধুমাত্র প্রধানমন্ত্রীর জন্য
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভাকাঙ্ক্ষীর সংখ্যা কম নয়। এবার প্রধানমন্ত্রীর জন্য ১০২ বছর বয়সেও পায়ে হেঁটে পাহাড়ে চড়লেন এক বৃদ্ধা। দিলেন পুজো।
এক ১০২ বছরের বৃদ্ধা হাতে লাঠি নিয়ে ট্রেক করছেন জঙ্গলের পথ ধরে। পাহাড়ি জঙ্গলাকীর্ণ এ পথে যেকোনও কমবয়সী নারী পুরুষকে হাঁটতেও বেগ পেতে হয়। সেখানে তিনি ১০২ বছর বয়সেও লাঠি হাতে হেঁটে চলেছেন। এ পথ ১৮ কিলোমিটারের। সেই ১৮ কিলোমিটার পাহাড়ি পথ ট্রেক করতে পারলে পৌঁছনো যাবে মন্দিরে।
কর্ণাটকের টালা পাহাড় থেকে শুরু করে এ পথ পৌঁছয় মালে মহাদেশ্বর পাহাড়ে। সেখানেই রয়েছে মহাদেশ্বর মন্দির। সেই মন্দিরে পৌঁছে দেবতার দর্শন করে সেখানে পুজো দেওয়া ওই শতবর্ষ পার করা বৃদ্ধার লক্ষ্য। সে লক্ষ্য পূরণ করতেই এই বয়সে তাঁর এই পদযাত্রা।
তাঁকে এই বয়সে এভাবে ট্রেক করতে দেখে একজন জিজ্ঞাসা করে বসেন, কেন তিনি এই বয়সে এমন কঠিন পথে হেঁটে চলেছেন। যার উত্তরে বৃদ্ধা জানান, তিনি চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসুন।
যাতে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসেন তার জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা করতে যাচ্ছেন। যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় এলে কি হবে? উত্তরে কর্ণাটকের তিপতুর শহরের বাসিন্দা ১০২ বছরের পর্বতাম্মা জানান দেশের ভাল হবে।
বৃদ্ধা আরও জানান, নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার জন্য প্রার্থনার পাশাপাশি তিনি বৃষ্টির জন্যও প্রার্থনা জানাবেন। তিনি যেখানে থাকেন সেখানে বৃষ্টি কম হয়েছে। ফলে জলাভাব দেখা দিয়েছে।
জঙ্গলের পশুপাখিদের পান করার জল নেই। চাষের জন্য জল নেই। কৃষকরা হাহাকার করছেন। তাই তিনি বৃষ্টির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবেন। বৃদ্ধার কথা শুনে হাততালি দিয়ে তাঁকে উৎসাহ দেন অন্য পুণ্যার্থীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা