উপহার আনবেন না, তার বদলে মোদীকে ভোট দিন, আর্জি পাত্রের বাবার
ছেলের বিয়েতে বাবার আর্জি ভারত জুড়ে হইচই ফেলে দিয়েছে। তাঁর অনুরোধ ছেলের বিয়েতে নিমন্ত্রিতরা যেন উপহার না আনেন। বদলে মোদীকে ভোট দিন।
ছেলের বিয়েতে সকলকে কার্ড দিয়ে নিমন্ত্রণের প্রচলন বহুদিনের। তিনিও তাঁর ছেলের বিয়েতে বাবা হিসাবে পরিবার, পরিজন, বন্ধু, প্রতিবেশি সকলকে নিমন্ত্রণ করেছেন। কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছেন। আগামী ৪ এপ্রিল বিয়ে।
এই পর্যন্ত শুনে মনে হতেই পারে এমন তো হাজার হাজার বিয়ে হবে। তাতে কি? কিন্তু পাত্রের বাবা যে কার্ড সকলের হাতে তুলে দিয়েছেন তাতেই রয়েছে আসল চমক। যার ফলে গোটা দেশে রাতারাতি তিনি পরিচিতি পেয়ে গেছেন।
দেশের নানা প্রান্তের সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে। কার্ডে কোথায় বিয়ে, কবে বিয়ে, কার সঙ্গে বিয়ে ইত্যাদি প্রচলিত তথ্যের পাশাপাশি এক জায়গায় পাত্রের বাবা আর্জি জানিয়েছেন কেউ যেন উপহার না আনেন। বরং উপহারের বদলে মোদীকে ভোট দিন।
তিনি যে তাঁর ছেলের বিয়েতে মোদীকে অর্থাৎ বিজেপিকে ভোট দানকেই নিমন্ত্রিতদের কাছ থেকে উপহার হিসাবে পেতে চান সেটা পরিস্কার করে দিয়েছেন তেলেঙ্গানার সঙ্গারেড্ডির বাসিন্দা নান্দিকান্তি নরসিমলু। তিনি তাঁর ছেলে সাই কুমারের বিয়ের কার্ডে নিমন্ত্রিতদের কাছে এই আর্জি জানিয়েছেন।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী নান্দিকান্তি নরসিমলু বিজেপি সমর্থক হিসাবে পরিচিত। তিনি তাঁর পছন্দের দলের প্রতি এভাবেই নিজের ভালবাসা প্রদর্শন করেছেন।
যদিও বিয়ের কার্ডকেও প্রচারের অংশ করছে বিজেপি বলে পাল্টা খোঁচা দেওয়ার চেষ্টা করেছেন বিরোধীদের একাংশ। তবে এই উপহারের বদলে মোদীকে ভোটের আর্জি কিন্তু সারা ভারতে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়াতেও তা সামনে এসেছে।