আগুন গরমের মধ্যেই দেশের এক রাজ্যে কনকনে ঠান্ডা, পড়ছে বরফে
অনেকেই ভাবছেন জম্মু কাশ্মীর। কিন্তু মোটেও জম্মু কাশ্মীর নয়। পশ্চিমবঙ্গ সহ ভারতের অনেকাংশে আগুনে গরমের মধ্যে এই রাজ্যে এক ধাক্কায় পারদ অনেকটা নেমে গেছে। পড়ছে বরফও।
ভারতে যখন গরমে মানুষ হাঁসফাঁস করেন, তখন সকলের মনে হয় এই সময় কাশ্মীরে যেতে পারলে প্রাণ জুড়োত। এখন মার্চের শেষ হলেও ভারতের একটা অংশ আগুনে গরমে পুড়ছে। গুজরাট ও রাজস্থান জুড়ে প্রবল গরমে নাজেহাল মানুষ।
উত্তর ভারতও যথেষ্ট তেতে উঠেছে। পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে চড়ছে পারদ। এপ্রিল পড়ার আগেই গলদঘর্ম রাজ্যবাসী। এই পরিস্থিতিতে ভারতের একটি রাজ্যে নতুন করে তুষারপাত শুরু হয়েছে।
পার্বত্য অঞ্চল ঢেকে গেছে বরফের চাদরে। সমতলে ভাল বৃষ্টি হয়েছে। যার জেরে পাহাড়ি অঞ্চল থেকে সমতল, রাজ্য জুড়ে সর্বত্রই পারদ পতন হয়েছে উল্লেখযোগ্য রকম। আর তাতেই আনন্দে আত্মহারা হোটেল মালিকরা।
গরমে নাজেহাল আশপাশের রাজ্যগুলি থেকে মানুষের এখানে আনাগোনা বাড়বে বলেই মনে করছেন তাঁরা। গরম থেকে কিছুটা সময়ের জন্য হলেও রেহাই পেতে, আগামী কয়েকদিনে ভাল সংখ্যক পর্যটকের ভিড় জমবে বলেই মনে করছেন হোটেল মালিকরা।
হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চল বরফে ঢেকে গেছে। সোলাঙ্গ নালা অঞ্চলে এতটাই তুষারপাত হয়েছে যে রাস্তা যান চলাচলের যোগ্য নেই। লাহুল স্পিতি তুষারে ঢেকেছে। মানালিতে বরফ পড়েছে।
কুলু, কিন্নর, চাম্বা, মান্ডি, সিমলা যথেষ্ট তুষারে ঢাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কেলং-এর পারদ মাইনাস ০.৩ ডিগ্রিতে নেমেছে।
হিমাচল জুড়ে যেখানে পার্বত্য অঞ্চল তুষারপাতে মুখ ঢেকেছে, সেখানে সমতলে ভাল বৃষ্টি হয়েছে। যার জেরে পারদ অনেকটাই নেমে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা