বিয়ে করতে ১১ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে ফেললেন হবু দম্পতি
তাঁরা বিয়ে করবেন। কিন্তু বিয়ে করব বলেই বিয়ে করবেননা। তার আগে এক অন্য কথা মাথায় রেখে ইতিমধ্যেই ১১ হাজার কিলোমিটার পথ সাইকেল চালিয়ে ফেললেন তাঁরা।
তরুণ তরুণী একে অপরের সঙ্গে জীবন কাটাতে চান। বিয়ে করতে চান। এরমধ্যে নতুনত্ব কিছু নেই। খবরও কিছু নেই। কিন্তু এই তরুণ তরুণী শুধু ভারত নয়, বিশ্বের আরও দেশেও পৌঁছে গেলেন সাইকেল চালিয়ে।
বিয়ের আগে তাঁরা ইতিমধ্যেই ১১ হাজার কিলোমিটার পথ সাইকেল চালিয়ে ঘুরে ফেলেছেন। আর বাকি কিছুটা। তারপর বিয়ে।
জার্মানির বাসিন্দা এডওয়ার্ড এবং সোফি এই ১১ হাজার কিলোমিটার পথ সাইকেল চালিয়ে এসে হাজির হলেন ভারতের জয়পুরে। জয়পুরে ৩ দিন কাটালেন। ঘুরে দেখলেন শহরটাকে। অবশ্যই নিজেদের সাইকেলে।
তাঁরা বিয়ে করবেন এটা স্থির করার পরই ২ জনে সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েন। তারপর জার্মানি থেকে অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টিনেগ্রো, আলবেনিয়া, ম্যাসিডোনিয়া, গ্রিস, তুরস্ক, জর্জিয়া, আর্মেনিয়া, ইরান ও পাকিস্তান পার করে এসে পৌঁছলেন ভারতে।
ভারতে ৩ দিন কাটিয়ে এবার গন্তব্য নেপাল। তারপর সেখান থেকে ফের মুখ ঘুরিয়ে জার্মানির দিকে রওনা দেওয়া। তারপর জার্মানিতে ফিরে বিয়ে।
এডওয়ার্ড ও সোফি জানিয়েছেন, তাঁরা পৃথিবীর বেশ কিছু দেশ সাইকেলে ঘুরে দেখতে চেয়েছেন বিয়ের আগে। মুখোমুখি হতে চেয়েছেন পথে আসা সমস্যার।
একসঙ্গে সে সব সমস্যা পার করে এগিয়ে যেতে চেয়েছেন। দেখতে চেয়েছেন কঠিন পরিস্থিতিতেও তাঁরা একে অপরের কতটা পাশে থাকতে পারেন।
সাইকেলে জার্মানি থেকে বেরিয়ে তারপর নানা দেশে নানা সমস্যাতেও পড়তে হয়েছে। সেসব সমাধান করে এগিয়েও গেছেন। তবে তাঁরা জয়পুরে এসে দারুণ খুশি। এখানকার আতিথেয়তায় মুগ্ধ তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা