প্রধানমন্ত্রীকে এক কাপ চা খাওয়াতে ৭ বছর ধরে ছুটছেন চা বিক্রেতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক কাপ চা খাওয়াতে চান তিনি। এটুকুই তাঁর ইচ্ছা। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে হাজির হয়েছেন তিনি।
তিনি পেশায় একজন চা বিক্রেতা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্ধ ভক্ত। চা বিক্রির সঙ্গে নরেন্দ্র মোদীর যোগসূত্র হয়তো তাঁকে আরও উদ্বুদ্ধ করেছে। তবে তিনি নরেন্দ্র মোদীকে চা খাওয়াতে চান। তাঁর নিজের হাতে তৈরি এক কাপ চা।
এটুকুই তাঁর ইচ্ছা। এজন্য তিনি কম চেষ্টা করেননি। তাঁর চায়ের সরঞ্জাম নিয়ে তিনি হাজির হয়েছেন দেশের বিভিন্ন অংশে। সে বারাণসী হোক বা দিল্লি, ঝাড়খণ্ড হোক বা বেতিয়া, কানপুর হোক বা মোতিহারি।
এমন নানা স্থানে তিনি তাঁর চা নিয়ে ঘুরেছেন। যেখানে প্রধানমন্ত্রী পৌঁছেছেন সেখানেই তিনিও হাজির হয়েছেন। লক্ষ্য একটাই। প্রধানমন্ত্রীকে তাঁর তৈরি এক কাপ চা খাওয়াবেন তিনি।
এই ইচ্ছা তাঁর জন্ম নিয়েছিল ৭ বছর আগে। তারপর ৭ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে হাজির হয়েও তাঁর সেই স্বপ্ন পূরণ হয়নি।
বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা অশোক কুমার সাহানিকে এবার দেখা গেল বিহারের জামুইতে। সেখানেও তিনি যথারীতি তাঁর চায়ের সরঞ্জাম নিয়ে হাজির।
সারা গায়ে আঁকা প্রধানমন্ত্রীর ছবি। প্রধানমন্ত্রীর অন্ধ ভক্ত অশোক আর কিছু নয়, প্রধানমন্ত্রীকে এক কাপ চা খাওয়াতে চান। ৭ বছর ধরে বিফল হয়েও সেই আশা তিনি ছাড়েননি।
অশোক জানিয়েছেন আশা ছাড়বেনও না। যতদিন না প্রধানমন্ত্রীকে তিনি তাঁর তৈরি এক কাপ চা খাওয়াচ্ছেন ততদিন এভাবেই প্রধানমন্ত্রীর পিছু পিছু বিভিন্ন জায়গায় হাজির হবেন তিনি। চেষ্টা করবেন তাঁকে এক কাপ চা খাওয়াতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা