জামার বোতামের জন্য যুবককে মেট্রোয় উঠতে আটকালেন আধিকারিকরা
বাস, ট্রেনের মত মেট্রোও সাধারণ মানুষের যাতায়াতের এক মাধ্যম। সেখানে জামার জন্য এক যুবককে মেট্রোয় চড়তে আটকে দিলেন মেট্রো আধিকারিকরা।
মেট্রো আর পাঁচজন সাধারণ মানুষের যাতায়াতের বড় ভরসা। নিত্যদিন তাতে লক্ষ মানুষের যাতায়াত। দেশের বিভিন্ন শহরে এখন মেট্রো ছড়িয়ে পড়েছে। সেই মেট্রোয় এক যুবকের কাছে টিকিট থাকা সত্ত্বেও তাঁকে মেট্রোয় উঠতে আটকে দিলেন মেট্রো আধিকারিকরা। যা দেখে সেখানে উপস্থিত অনেক যাত্রীই অবাক হয়ে যান।
অনেকে বিষয়টি ক্যামেরাবন্দিও করেন। মেট্রোয় আর পাঁচজনের মতই উঠতে যাচ্ছিলেন ওই যুবক। তাঁর পোশাক কিছুটা ময়লা ছিল। জামার বোতাম খোলা ছিল।
যাত্রীদের অনেকের দাবি ওই যুবককে দেখে মনে হচ্ছিল তিনি শ্রমিকের কাজের সঙ্গে যুক্ত। কেন তাঁর জামার বোতাম খোলা এই প্রশ্ন তুলে তাঁকে মেট্রো চড়া থেকে আটকে দেন আধিকারিকরা। তাঁকে নির্দেশ দেওয়া হয় জামার উপরের ২টি বোতাম তিনি যেন সেলাই করে লাগিয়ে আসেন।
বেঙ্গালুরু মেট্রোয় এই ঘটনা ঘটেছে। যা কিন্তু সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়েছে। যদিও বেঙ্গালুরু মেট্রোর তরফে জানানো হয়, তাদের চোখে সব যাত্রীই সমান। ধনী দরিদ্র বা নারী পুরুষ বলে তারা কোনও ভেদাভেদ করেনা।
এক্ষেত্রে আধিকারিকদের সন্দেহ হয়েছিল যে ওই যুবক মদ্যপান করে মেট্রোয় ওঠার চেষ্টা করছেন। তাই তাঁকে আটকানো হয়েছিল। যাতে মেট্রোয় যাত্রাকালে কোনও মহিলা বা শিশুকে তিনি বিরক্ত করতে না পারেন।
পরে অবশ্য তাঁকে মেট্রোয় যাত্রা করতে দেওয়া হয় বলেও স্পষ্ট করেছে মেট্রো কর্তৃপক্ষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা