মাছ ধরা বন্ধ, বাড়তে পারে মাছের দাম
মাছের দাম কি এবার উর্ধ্বমুখী হবে? অন্তত তেমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। মাছের এই দাম বৃদ্ধি কোন কোন মাছের ক্ষেত্রে প্রযোজ্য তা জানা গেল।
জল থেকে মাছ না ধরলে বাঙালির পাতে মাছ আসবে কোথা থেকে? শুধু বাঙালি কেন, মৎস্যপ্রেমী দেশের যে কোনও মানুষের কাছেই বা তা পৌঁছবে কীভাবে? মাছ জল থেকে না তুললে আর কোনওভাবে মাছ পাতে আসার উপায় নেই। আর সেখানেই যত চিন্তা।
কারণ ৬১ দিনের জন্য সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হয়ে যাচ্ছে। এই ২ মাসে কোনও ট্রলার বা যেসব মাছ ধরার নৌকা সমুদ্রের গভীরে মাছ ধরতে যায় তা আর পাড়ি দেবেনা।
তামিলনাড়ুতে ১৫ এপ্রিল থেকে এই নিয়ম চালু হচ্ছে। শুধু তামিলনাড়ু বলেই নয়, কোনও মাছ ধরার নৌকা আর সমুদ্রে যাবেনা ২ মাসে। মাছ ধরার নৌকা সমুদ্রে না গেলে মাছ উঠবে না।
মাছ না ওঠার ফলে বাজারে ক্রমশ মাছের চাহিদা তুঙ্গে উঠবে। যদিও তামিলনাড়ুতে যাঁরা ছোট দিশি নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে যান তাঁদের ওপর নিষেধাজ্ঞা থাকছে না।
এদিকে দেশের বিভিন্ন সমুদ্র লাগোয়া রাজ্যের মৎস্যজীবীদের ট্রলার এখন সারি দিয়ে দাঁড়িয়ে পড়েছে। ২ মাসে তাদের ইঞ্জিন আর চালু হবেনা। তারা আর সমুদ্রে পাড়ি দেবেনা।
সমুদ্র থেকে মাছ না উঠলে সামুদ্রিক মাছের দামে তার প্রভাব পড়তে পারে ঠিকই, তবে তার জেরে নদী বা পুকুরের মাছের দামও বাড়তে পারে কি? সে বিষয়ে খুলে কিছু না বললেও অশনিসংকেত দেখছেন সাধারণ মানুষ।
তাঁদের অনেকের প্রশ্ন এর হাত ধরে সার্বিকভাবে মাছের দাম বাড়বে না তো? প্রসঙ্গত প্রতিবছরই এই সময় ২ মাসের জন্য মাছ ধরা বন্ধ থাকে সমুদ্রে। এতে সমুদ্রে মাছদের স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা