সন্ন্যাসী হতে ২০০ কোটি টাকার সম্পত্তি দান করে দিলেন দম্পতি
লক্ষ্য তাঁদের স্থির। তাঁরা সন্ন্যাস গ্রহণ করবেন। ভোগবিলাসের মধ্যেই চিরদিন কাটানো এক ব্যবসায়ী দম্পতি কিন্তু রাতারাতি ২০০ কোটি টাকার সম্পত্তি দান করে দিলেন।
সাধারণত বাবামায়ের সুকীর্তি সন্তানদের উৎসাহ দান করে। সেই পথে এগিয়ে যেতে সাহস যোগায়। কিন্তু এক্ষেত্রে ঠিক উল্টোটাই হয়েছে। তাঁদের এক ছেলে ও এক মেয়ে ইতিমধ্যেই সন্ন্যাস গ্রহণ করেছেন। এবার ছেলে মেয়ের দেখানো পথে হাঁটলেন এক দম্পতি।
কোটিপতি এই দম্পতির অগাধ সম্পত্তি। ব্যবসায়ী হিসাবে সফল ভবেশ ভাণ্ডারী বিলাসবহুল জীবন কাটাতেই অভ্যস্ত। তাঁর স্ত্রীও তাই। কিন্তু তাঁরা সিদ্ধান্ত নেন এসব ছেড়ে তাঁরা সন্ন্যাস গ্রহণ করবেন।
জৈন সন্ন্যাসী হিসাবে বাকি জীবনটা কাটাবেন। আর সেই লক্ষ্যে তাঁরা রাতারাতি তাঁদের ২০০ কোটি টাকার সম্পত্তি দান করতে ২ বার ভাবলেন না।
জৈন ধর্মে সন্ন্যাস গ্রহণের পর সঙ্গে কোনও বস্তু রাখা যায়না। ২টি সাদা পোশাক, হাতে ভিক্ষা পাত্র নিয়ে খালি পায়ে বেরিয়ে পড়তে হয় পথে। সঙ্গে কেউ যাবেনা।
তাঁরা তাঁদের ছেড়ে আসা জীবনের কারও সঙ্গে কোনও সম্পর্ক রাখতে পারবেননা। ভিক্ষা করে যা পাবেন তা দিয়েই জীবন কাটাতে হবে। কঠোর তপস্যায় দিন কাটবে তাঁদের।
এই পথে বেড়িয়ে পড়ার আগে গুজরাটের হিম্মতনগরের এই ব্যবসায়ী দম্পতি একেবারে অনুষ্ঠান করে তাঁদের সব সম্পত্তি দান করে দিয়েছেন। আর কোনও পিছনটান নেই।
কোনও রোজগারের লড়াই নেই। মোক্ষলাভের চিন্তায় একাত্ম হয়ে এবার তাঁদের অন্য জীবন শুরু। যে জীবন তাঁদের কাছে একেবারেই অচেনা।