সূর্যরশ্মি এসে পড়ল ঠিক রামলালার কপালে, হল সূর্য তিলক
বিজ্ঞান ও আধ্যাত্ম্য চেতনার মিশ্রণ দেখল গোটা দুনিয়া। রামলালার কপালে এসে আছড়ে পড়ল সূর্যরশ্মি। ৩ মিনিটে হল সূর্য তিলক।
রামনবমী উপলক্ষে দেশজুড়ে ভগবান রামের পুজোয় মগ্ন ভক্তরা। আর রাম বলতেই এখন প্রথম যেটা চোখের সামনে ভেসে উঠছে তা হল রাম মন্দির। যেখানে হালেই প্রতিষ্ঠিত হয়েছে রামলালার মূর্তি। রাম মন্দির নির্মাণ ও রামলালার পুজো শুরুর পর এটাই রাম মন্দিরে প্রথম রামনবমী পালন।
যেখানে সূর্য তিলক দেখে গোটা দুনিয়া কার্যত হতবাক হয়ে গেছে। কারণ গর্ভগৃহের মধ্যে দুপুর ১২টা ১৬ মিনিটে রামলালার মূর্তির ঠিক কপালে এসে আছড়ে পড়ল সূর্যরশ্মি।
কেবলমাত্র কপালেই এসে পড়ল এই সূর্যের আলো। প্রকৃত সূর্যের আলোতেই রামলালার সূর্য তিলক হল এদিন। ৩ মিনিট স্থায়ী হয় এই সূর্য তিলক। সেই সময়ই আরতি হয়। চারধার শঙ্খের আওয়াজে ভক্তিঘন হয়ে ওঠে।
গর্ভগৃহের মধ্যে প্রতিষ্ঠিত রামলালার মূর্তির ঠিক কপালে এসে আছড়ে পড়বে সূর্যের আলো, এ কাজ সহজ ছিলনা। আইআইটি রুরকি এই বিরল ঘটনাকে বাস্তব করে দেখিয়েছে।
এভাবে সূর্যরশ্মিকে ঠিক রামলালার কপালে এনে ফেলতে বিজ্ঞানীরা অত্যাধুনিক আয়না ও লেন্স ব্যবহার করেছেন। যাতে ওই আয়না ও লেন্সের সাহায্যে প্রতিফলিত করে সূর্যের রশ্মিকে এনে রামলালার কপালে ফেলে সূর্য তিলক করা সম্ভব হয়।
একে বলা হচ্ছে সূর্য তিলক মেকানিজম। যা এবার রামনবমীতে রাম মন্দিরের এক বিরলতম অধ্যায় হয়ে ইতিহাস লিখল। মনে করা হচ্ছে রামনবমী উপলক্ষে ২৫ লক্ষ মানুষের সমাগম হয়েছিল রাম মন্দিরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা