গ্রীষ্মের দাবদাহের মধ্যেই রং খেলায় মাতলেন ৭৫ হাজার মানুষ
এখন বসন্তের উৎসব নয়, গ্রীষ্মের প্রখর দাবদাহ আর রোদ মানুষের সঙ্গে দোল খেলছে। তারমধ্যেই ফের রং খেলায় মাতলেন ৭৫ হাজার মানুষ।
দোল হয়ে গেছে ১ মাস প্রায় হতে চলল। আবার আগামী বছর মার্চ মাসে বসন্তের সুন্দর আবহাওয়ায় হবে দোল উৎসব। মানুষ ফের রং খেলায় মেতে উঠবেন। দোলের ১ মাস পর তো আর দোল খেলা হয়না। কিন্তু দোলের প্রায় ১ মাস পর ফের রং খেলায় মাতলেন ৭৫ হাজার মানুষ।
শিশু বৃদ্ধ নির্বিশেষে খেললেন রং। এই রং খেলার আয়োজন হয়েছিল গুজরাটের সারঙ্গপুরে। মহন্ত স্বামী মহারাজের উপস্থিতিতে এই রং খেলার আয়োজন হয়েছিল।
এক ভক্তিঘন আবহে হল এই রং উৎসব। যাকে বলা হয় পুষ্পদোলৎসব। অত্যন্ত জনপ্রিয় এই উৎসবে শামিল হতে বহু মানুষ হাজির হন আশ্রম প্রাঙ্গণে। সেখানেই হল হোস পাইপের পিচকারি দিয়ে দোল উৎসব।
মানুষ লাইন দিয়ে ভিজলেন সেই পাইপের মাধ্যমে ছড়িয়ে পড়া রংয়ে। অনেকেই ছোটদের নিয়ে হাজির হয়েছিলেন এখানে। তারাও রংয়ে মাখামাখি হল। এক অন্যই আবহ সৃষ্টি হল চারধার জুড়ে। আর সেখানেই হল পুষ্পদোলৎসব।
যদিও পুষ্প বলা হলেও ফুল দিয়ে দোল খেলা হল না। হল জল রং দিয়েই। মানুষের কাছে এ যেন স্বয়ং ঈশ্বরের সঙ্গে দোল খেলা। ১০ লক্ষ বর্গফুট জায়গা জুড়ে এই পুষ্পদোলৎসবের আয়োজন হয়েছিল বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরে।
সব মিলিয়ে দোলের পর এমন এক ভক্তিঘন রং খেলায় গত ২১ এপ্রিল মেতে উঠেছিলেন ৭৫ হাজার মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা