দাঁড়িয়ে থেকে জামাইয়ের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন শ্বশুর
ভারতীয় সমাজে শ্বশুর শাশুড়ি পিতামাতার সমকক্ষ বলে ধরা হয়। তাঁদের সেই নামেই ডাকা হয়। সেখানে শাশুড়িকে বিয়ে করে ফেললেন জামাই।
সন্দেহটা হয়েছিল তাঁর। প্রমাণ পেতেও বেশি সময় নষ্ট করতে হয়নি। তাঁদের ২ জনকে একেবারে একান্তে ধরে ফেলেন তিনি। জানতে বাকি থাকেনা তাঁদের প্রেমপর্বের কথা। তবে তিনি রেগে যাননি।
তাঁর জামাই যে তাঁর স্ত্রীর প্রেমে পড়েছেন, মানে জামাই নিজের শাশুড়ির প্রেমে হাবুডুবু খাচ্ছেন তা ভালভাবেই জেনে ফেলেন শ্বশুর মশাই। জানার পর তিনি রাগারাগি তো দূরে থাক বরং জামাই ও শাশুড়ির প্রেমে তাঁর তরফ থেকে সর্বসম্মতি জানিয়ে দেন।
হাঁফ ছেড়ে বাঁচেন ২ সন্তানের পিতা জামাই ও শাশুড়ি। শ্বশুর মশাই শুধু বিষয়টি জেনেই ক্ষান্ত থাকেননি। তিনি এরপর তাঁর স্ত্রী ও তাঁর জামাইয়ের ৪ হাত এক করার বন্দোবস্তও করে ফেলেন।
দাঁড়িয়ে থেকে বিয়েটাও দিয়ে দেন। ২ জনের আইনি বিয়ে হয়ে যায়। গ্রামের সকলের সামনে শাশুড়ির কপালে সিঁদুর দেন জামাই। স্বামীকে ছেড়ে জামাইয়ের হাত ধরে নতুন করে ঘর বাঁধেন শাশুড়ি।
ঘটনাটি ঘটেছে বিহারে। সিকন্দর যাদব নামে মধ্যবয়সী ওই ব্যক্তির স্ত্রী বিয়োগ হওয়ার পর তিনি তাঁর শ্বশুর শাশুড়ির সঙ্গেই থাকছিলেন। সেইসময় সিকন্দরের প্রয়াত স্ত্রীর মা প্রৌঢ়া শাশুড়ির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
শাশুড়ি গীতাদেবীও জামাইয়ের প্রেমে পড়ে যান। প্রাথমিকভাবে লুকিয়েই চলছিল তাঁদের প্রেমপর্ব। তবে শ্বশুর মশাই সব জেনে ফেলার পর তাঁদের বরং সুবিধাই হয়। নতুন করে ঘর বেঁধে জামাই বা বর্তমানে তাঁর স্বামীর সঙ্গে নতুন সংসার নিজের মত গুছিয়ে নিচ্ছেন গীতাদেবী।