ঝাড়খণ্ডের জামশেদপুর জেলার কুমারডুবি গ্রামে একটি বাজি তৈরির কারখানায় আগুন লেগে মৃত্যু হল ৮ জনের। আহত ২০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, বাজি তৈরির কারখানাটি বেআইনি। একটি বাড়িতে কারখানাটি চলছিল। ঘটনার পরই কারখানার মালিক দুর্গাপদ সাঁতরা পালিয়ে যায়। তাকে খুঁজছে পুলিশ।
সামনেই দীপাবলি। আলোর উৎসব দীপাবলি হোক বা কালী পুজো, বাজি এক অবিচ্ছেদ্য অঙ্গ। ফলে এই সময়ে বাজির চাহিদা তুঙ্গে ওঠে। সেকথা মাথায় রেখে আপাতত দেশ জুড়ে বাজি তৈরির কারখানাগুলোতে ব্যস্ততা তুঙ্গে। তার মাঝেই ঘটে যাচ্ছে দুর্ঘটনা।