অনলাইনে আসা বাক্স খুলতেই হাড় হিম হয়ে গেল দম্পতির, অল্পের জন্য রক্ষা
অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন দম্পতি। টেপের আঠাটা বেশ জোড়াল না হলে তাঁদের কপালে কি ছিল তা বলা মুশকিল। এমনই অভিজ্ঞতা হল দম্পতির।
বাক্সটা এসেছিল অনলাইনে। তাঁদের অর্ডার করা জিনিসই অনলাইনে যেমন আসে তেমন এসেছিল। আর সেই বাক্স খুলে তাঁদের যে অভিজ্ঞতা হল তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁরা। যা দেখে অনেকের হাড় হিম হয়ে গেল। তাহলে এটা অনুমেয় যে যাঁরা ওই বাক্স হাতে পাওয়ার পর খোলেন তাঁরা কি পরিস্থিতির শিকার হন!
বেঙ্গালুরুর বাসিন্দা ওই দম্পতি একটি এক্সবক্স অর্ডার করেছিলেন অনলাইনে। বিখ্যাত ই-কমার্স সংস্থায় অর্ডার করেন তাঁরা। অর্ডার অনুযায়ী সিল করা বাক্সও হাতে পান।
সেই বাক্স খুলে তাঁদের অর্ডার করা জিনিসটি বার করতে গিয়েই তাঁরা দেখেন বাক্সটি যে চওড়া সংস্থার নাম লেখা টেপ দিয়ে মোড়া ছিল, সেই টেপের সঙ্গে লাগা অবস্থায় কিছু একটা নড়ছে।
শারজাপুর রোডের বাসিন্দা ওই দম্পতি চমকে ওঠেন। তারপর ভাল করে দেখে দেখেন ওটা একটা সাপ। জাতেও ভয়ংকর বিষধর। কেউটে সাপটি নড়ছে বটে, কিন্তু টেপের আঠায় এমনভাবে আটকে আছে যে তা থেকে বেরিয়ে আসতে পারছেনা।
ফলে ছোবল মারার অবস্থায় সে নেই। এটা দেখার পর ছিটকে সরে যান দম্পতি। হাড় হিম হয়ে যায় তাঁদের। শুধু এটুকু বুঝতে পারেন যে সাপটি টেপ ছাড়িয়ে বেরিয়ে আসতে পারবেনা। এলে কি হত বলা মুশকিল।
রিপোর্ট পাওয়ার পর সংস্থা অবশ্য ওই দম্পতিকে তাঁদের প্রাপ্য রিফান্ড দিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এটাও জানিয়েছে তারা বিষয়টির জন্য দুঃখিত। পুরো বিষয়টি তারা খতিয়ে দেখবে। প্রয়োজনীয় তথ্য তাদের সঙ্গে ভাগ করে নিতেও অনুরোধ করে সংস্থা। সেই সঙ্গে জানায় তাদের টিম ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করবে।