অনন্য আবিষ্কার, দেশেই মিলল ৪১ হাজার বছর পুরনো পাখির বাসার দেখা, পাওয়া গেল ডিমও
৪১ হাজার বছর আগের এক পাখির বাসার দেখা মিলল এদেশের মাটিতেই। যে পাখি এখন এদেশে দেখা যায়না। কেন যায়না তা ওই পাখির বাসাই বলে দিল।
৪১ হাজার বছর আগের এক পাখির বাসা। সেখানে ছড়িয়ে আছে অনেক ডিমও। তবে সবই এখন জীবাশ্মে রূপান্তরিত হয়েছে। অন্ধ্রপ্রদেশের প্রকাশম এমন এক জায়গা যেখানে অনেক জীবাশ্ম দেখতে পাওয়া যায়। ফলে প্রত্নতাত্ত্বিকরা ওই অঞ্চলে গবেষণা চালাতে পছন্দ করেন।
ভারতীয় গবেষকদের সঙ্গে আমেরিকা, অস্ট্রেলিয়া ও জার্মানির গবেষকদের একটি দল ওই অঞ্চলেই গবেষণার কাজ চালাচ্ছিল। সেই সময় তারা এই জীবাশ্মে পরিণত হওয়া পাখির বাসার দেখা পায়।
গবেষকেরা সবচেয়ে বেশি অবাক হন পাখির পরিচয় পেয়ে। ওটা ছিল উটপাখির বাসা। উটপাখি ভারতে দেখতে পাওয়া যায়না। এখন কেবল আফ্রিকাতেই তাদের বাস। তাহলে ভারতে একসময় উটপাখি ছিল?
গবেষকেরা জানাচ্ছেন, উটপাখি ভারতের দক্ষিণ প্রান্তে যে যথেষ্টই ছিল তা এই বাসা এবং ছড়িয়ে থাকা উটপাখির জীবাশ্মে পরিণত হওয়া ডিম বলে দিচ্ছে। আশপাশে অনেক ভাঙা ডিমের অংশও জীবাশ্ম অবস্থায় পেয়েছেন গবেষকেরা। যেগুলির বয়স ৪১ হাজার বছর।
এটা পাওয়ার পর গবেষকরা এটা বুঝতে শুরু করেছেন যে ভারতে যেমন প্রাচীনতম উটপাখিরা ঘুরে বেড়াত, তেমনই তারা কীভাবে এখান থেকে বিলুপ্ত হয়ে যায়।
গবেষকেরা এটাও জানিয়েছেন ৪১ হাজার বছরের পুরনো এই উটপাখির বাসা ও ডিমের জীবাশ্ম প্রমাণ করে দিচ্ছে ভারতের দক্ষিণ অংশে ঘুরে বেড়ানো উটপাখিরাই ছিল পৃথিবীর প্রাচীনতম উটপাখি।