সাপের ছোবল খেয়ে পাল্টা সাপকে কামড়ে দিলেন যুবক, ঘটল অবিশ্বাস্য ঘটনা
সাপের ছোবল বড়ই মারাত্মক। সেই ছোবলই আছড়ে পড়ে এক যুবকের দেহে। পাল্টা ওই যুবকও সাপটিকে কামড়ে দেন। তারপর যা ঘটে তা অবিশ্বাস্য।
রেলে কাজ করেন তিনি। রেলের কাজেই রেলকর্মীদের একটি দল ঘন জঙ্গলে ঘেরা ওই জায়গায় ছিল। সেখানেই সারাদিন কাজ করার পর রেললাইনের ধারেই অস্থায়ী ক্যাম্পে বিশ্রাম নিচ্ছিলেন তাঁরা।
সারাদিনের খাটনির পর প্রায় ঘুমিয়ে পড়েছিলেন সন্তোষ লোহার নামে ওই যুবক। সেই সময় তাঁকে একটি সাপ ছোবল মারে। সাপের ছোবল খাওয়ার পর সন্তোষের ঘুম ভেঙে যায়।
সন্তোষ বুঝতে পারেন কি ঘটেছে। সময় নষ্ট না করে তিনি এবার এক অদ্ভুত কাণ্ড ঘটান। তাঁকে যে সাপটি ছোবল মেরেছিল সেটিকে পাকড়াও করেন সন্তোষ। তারপর সেটিকে পাল্টা কামড়ে দেন।
সাপকে পাল্টা কামড় দেওয়ার পিছনে অবশ্য দীর্ঘদিনের লোক বিশ্বাস জড়িয়ে আছে। স্থানীয় মানুষের বিশ্বাস সাপ ছোবল মারলে যদি পাল্টা সাপটিকে কামড় দেওয়া যায় তাহলে সাপের ছোবলে শরীরে প্রবেশ করা বিষ ফিরে যায় সাপের দেহে।
সেই বিশ্বাস থেকেই সন্তোষ সাপটিকে বার দুয়েক কামড়ে দেন। সন্তোষের কামড় কিন্তু সাপটির জন্য ভয়ংকর হয়ে যায়। ঘটনাস্থলেই সাপটির জীবন যায়।
এদিকে সন্তোষের সঙ্গে থাকা বাকি রেলকর্মীরা সময় নষ্ট না করে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে উপযুক্ত চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ করে তোলা হয়।
বিহারের রজৌলি এলাকার এই ঘটনার কথা ছড়িয়ে পড়তে সময় নেয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিতও হয়। সাপের ছোবলে মানুষ বাঁচলেও পাল্টা মানুষের কামড়ে সাপটি বাঁচল না। প্রসঙ্গত ভারতে প্রতিবছর প্রায় ৫০ হাজার মানুষের সাপের ছোবলে জীবন যায়।