কদিনের ছুটিতে জম্মু কাশ্মীরের বন্দিপোরায় এসেছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ান মহম্মদ রমজান। পরিবারের সঙ্গে একসঙ্গে কটা দিন কাটিয়ে ফের ফিরতেন ডিউটিতে। কিন্তু তা আর হল না। বাড়িতে বাবা ও পরিবারের লোকজনের সঙ্গে একসঙ্গে বসে গল্প করার সময় তাঁর বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে হত্যা করল জঙ্গিরা। বাড়িতে ঢুকেই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রমজানের। তাঁর বাবা ও ৩ আত্মীয় আহত হন। তাঁদের রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
বিএসএফের তরফে ট্যুইটারে ঘটনার কথা জানানো হয়। জঙ্গিদের কাপুরুষ বলে ধিক্কার জানিয়েছে বিএসএফ। সীমান্তে গুলির লড়াইয়ে বিএসএফ জওয়ানের মৃত্যু ঘটনা শোনা যায়। কিন্তু ছুটি কাটানোর সময়ে কোনও বিএসএফ জওয়ানকে গুলি করে হত্যার ঘটনা বিরল।