ইতিহাস গড়ল এক চোর, গৃহকর্তাকে চিঠি দিয়ে দিল আশ্বাস
বাড়ির অনেক কিছুই চুরি গেছে। মানসিক ভাবে বাসিন্দারা বিধ্বস্ত। এই অবস্থায় গৃহকর্তার উদ্দেশ্যে লেখা একটি নোট পাওয়া গেল। লিখে গেছে চোর নিজেই।
তাঁদের ৪ সন্তান। সকলেই নিজের নিজের পরিবারের সঙ্গে থাকেন। অবসরপ্রাপ্ত শিক্ষক বৃদ্ধ বাবা স্ত্রীকে নিয়ে থাকেন নিজের বাড়িতেই। এরমধ্যেই স্থির হয় তাঁরা তাঁদের এক ছেলের সঙ্গে দেখা করতে যাবেন। সেইমত বৃদ্ধ পিতামাতা ছেলের সঙ্গে দেখা করতে যান।
বাড়ির দায়িত্ব দিয়ে যান এক মহিলার হাতে। যিনি মাঝেমাঝে এসে বাড়ির দেখভাল করে যাবেন। তিনিই দিন কয়েক আগে রাতের দিকে বাড়িতে হাজির হন এটা দেখতে যে সব ঠিকঠাক আছে কিনা। আর এসে দেখেন বাড়িতে চোর ঢুকেছিল। তিনি তখনই বৃদ্ধকে খবর দেন। পুলিশকেও জানানো হয়।
বৃদ্ধ বৃদ্ধা আর সময় নষ্ট না করে চেন্নাইয়ে ছেলের বাড়ি থেকে ফিরে আসেন তাঁদের তুতিকোরিনের বাড়িতে। সোনার কানের দুল, রূপোর নূপুর এবং নগদ ৬০ হাজার টাকা নিয়ে গেছে চোর বলে জানা যায়।
পুলিশ তদন্ত শুরু করে। আর তদন্ত শুরু করে চুরি যাওয়া জিনিসপত্রের থেকেও অবাক করে একটি কাগজে লেখা নোট। চোর নিজেই সেই বার্তা লিখে গেছে।
চোরের সেই ছোট নোটে তামিল ভাষায় যা লেখা ছিল তার মানে দাঁড়ায়, তার বাড়িতে কেউ অসুস্থ। তাই তাকে চুরিটা করতে হয়েছে। সে ১ মাসের মধ্যে চুরি করা সবকিছু ফিরিয়ে দেবে বলেও আশ্বাস দেয় ওই নোটে।
চোরের এই বার্তা পুলিশ থেকে গৃহকর্তা সকলকেই অবাক করে দেয়। পুলিশ অবশ্য তদন্তে নেমে চুরি যাওয়া জিনিসপত্র দ্রুত উদ্ধারও করে ফেলে।