স্কুল শিক্ষকের চাকরি খেয়ে নিল মোবাইল গেম ক্যান্ডি ক্রাশ
তিনি পেশায় স্কুল শিক্ষক। সরকারি স্কুলের শিক্ষক। কিন্তু একটা জনপ্রিয় মোবাইল গেম ক্যান্ডি ক্রাশ তাঁর চাকরিজীবনে ইতি টেনে দিল।
স্কুল তখন চলছিল। হঠাৎ সেখানে হাজির হন জেলাশাসক। স্কুলে ঢুকে তিনি ছাত্রদের পড়াশোনা কেমন চলছে তা বোঝার চেষ্টা করেন। ৬ জন ছাত্রের খাতা নিয়ে পরীক্ষা করতে শুরু করেন।
৬ জন ছাত্রের খাতার ৬টি করে পাতা পরীক্ষা করেই তিনি যা বোঝার বুঝে যান। জেলাশাসক দেখেন প্রতি পাতায় গুচ্ছ গুচ্ছ ভুল। ৯৫টি ভুল খুঁজে পান তিনি।
যারমধ্যে প্রথম পাতাতেই ভুলের সংখ্যা একটি খাতায় ৯টি। এটা দেখার পর প্রশ্ন ওঠে তাহলে স্কুলের শিক্ষকরা কি করেন? খাতা তাঁরা পরীক্ষা করেন না কেন?
কেন ভুল থেকেই যায়, শুধরে দেওয়া হয়না? এই নিয়ে পর্যালোচনা করতে দিয়ে জেলাশাসক রাজেন্দ্র পানসিয়া এক শিক্ষকের ফোন পরীক্ষা করা শুরু করেন। আর তখনই যা সামনে আসে তা রীতিমত হইচই ফেলে দিয়েছে।
দেখা যায় প্রিয়ম গোয়েল নামে ওই শিক্ষক সাড়ে ৫ ঘণ্টার স্কুলের সময়ের মধ্যে পড়ানো ছেড়ে প্রায় ২ ঘণ্টা ক্যান্ডি ক্রাশ খেলায় মেতে ছিলেন। এছাড়া ২৬ মিনিট ফোনে কথা বলেছেন এবং ৩০ মিনিট সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত ছিলেন।
একজন শিক্ষক সাড়ে ৫ ঘণ্টার স্কুলের মধ্যে ৩ ঘণ্টা পড়ানো ছাড়া অন্য কাজে ব্যস্ত, এটা দেখার পর উত্তরপ্রদেশের সম্ভল জেলার জেলাশাসক রাজেন্দ্র পানসিয়া এ সম্বন্ধে একটি রিপোর্ট স্কুল শিক্ষা দফতরের কাছে পাঠিয়ে দেন। সেই রিপোর্টের ভিত্তিতে ওই শিক্ষকের চাকরি গিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা