চুরি করতে এসে শরীরচর্চা করতে বাধ্য হল চোর
এসেছিল চুরি করার উদ্দেশ্য নিয়ে। কিন্তু শেষপর্যন্ত যেটা ভেবে আসেনি সেটা করতে হল। ট্রেডমিলে শরীরচর্চা করতে হল তাকে।
রাতের অন্ধকারে সকলের অলক্ষ্যে বন্ধ শাটারের নামমাত্র ফাঁক গলে সে ঢুকে পড়েছিল। লক্ষ্য ছিল চুরি করা। ভিতরে প্রবেশ করে সেই চেষ্টাই শুরু করে সে। বন্ধ একটি জিমের মধ্যে রাতের অন্ধকারে দিব্যি চুরি করে পালানোর পরিকল্পনা ছিল।
ওই জিমের মালিক তখন রাতে বাড়িতে ঘুমোচ্ছিলেন। মাঝরাতে তাঁর কোনও কারণে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ায় তিনি মোবাইলে তাঁর জিমের সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করেন। তখনই তিনি দেখতে পান তাঁর জিমে কেউ প্রবেশ করেছে। দেরি না করে মাঝরাতেই জিমে হাজির হন জিমের মালিক।
চোর তখনও জিমের মধ্যেই ছিল। তাকে একেবারে হাতেনাতে পাকড়াও করেন জিমের মালিক। এরপর যেটা হওয়ার ছিল সেটা কিন্তু হয়নি। চোরকে পাকড়াও করে জিম মালিকের উচিত ছিল পুলিশকে খবর দেওয়া।
কিন্তু তা না করে তিনি প্রথমে চোরকে নিজের মত করে শাস্তি দেওয়ার চেষ্টা করেন। চোরকে তিনি শাস্তি হিসাবে জিমের একটি ট্রেডমিলে হাঁটার নির্দেশ দেন।
ধরা পড়ে যাওয়া চোর বাবাজি তা করতে বাধ্য হয়। এসেছিল চুরি করতে। কিন্তু করতে হচ্ছে শরীরচর্চা। কার্ডিও করতে গিয়ে তার তখন গলদঘর্ম দশা।
চলন্ত ট্রেডমিল থেকে নামার উপায় নেই। আবার যাঁরা শরীরচর্চা করেন তাঁরা যে নিয়ম মেনে ট্রেডমিলে হাঁটেন সেইভাবেও সে হাঁটছে না। ঘেমে নেয়ে একাকার অবস্থা।
চুরি করতে এসে এমন এক শাস্তি এক অভিনব নিদর্শন সৃষ্টি করেছে। ঘটনাটি কয়েকদিন আগে ঘটেছে মধ্যপ্রদেশের দাতিয়া জেলায়। এই ঘটনার ছবি এখনও বহু মানুষ ইন্টারনেটে দেখে থাকেন।