চিকিৎসা বিজ্ঞানে বিরল ইতিহাস গড়ল ভারত
বিশ্ব চিকিৎসাশাস্ত্রে নিজেদের একটি ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল ভারত। ভারতই প্রথম করে দেখাল। চিকিৎসা ক্ষেত্রে লিখে ফেলল বিরল ইতিহাস।
ভারত যে কারও চেয়ে কম নয় তা ফের একবার প্রমাণ করল ভারত। এবার চিকিৎসা বিজ্ঞানে। ২৪ বছরের এক যুবক এক বিরল শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন। পেলভিক লাইপোম্যাটোসিস সারানো সহজ কথা নয়।
এজন্য প্রথমে অন্ত্রের একটা অংশকে কাজে লাগিয়ে ব্লাডারটা বড় করা হয়। তারপর ইউরেটারটিকে সঠিক অবস্থানে নিয়ে যাওয়া হয়, যাতে মূত্র শরীর থেকে সঠিকভাবে বেড়িয়ে যেতে পারে।
এই অস্ত্রোপচার অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ এই অস্ত্রোপচার হয়।
৭ ঘণ্টার এই অস্ত্রোপচারটি হয় অধিকাংশই একটি সার্জিকাল রোবটের হাত ধরে। মানুষ নয়, রোবটকে এই অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর সে দায়িত্ব ওই সার্জিকাল রোবট অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে সক্ষম হয়।
বিশ্বে এই প্রথম এই ধরনের কোনও অপারেশনে একটি সার্জিকাল রোবট সম্পূর্ণ করল। ভারতই প্রথম দেশ যেখানে এটা সফলভাবে সম্পূর্ণ হল। এটা শুধু ভারতীয় চিকিৎসকদের সাফল্য নয়, এটা আগামী দিনে বিশ্ব চিকিৎসা বিজ্ঞানকে নতুন পথ দেখাল।
এই অপারেশনের দায়িত্বে থাকা চিকিৎসক উদয় প্রতাপ সিং জানান, দ্যা ভিঞ্চি এক্সআই রোবটটি এই অপারেশনকে অনেক সহজ করে দিল। এদিকে অপারেশনর পর ওই যুবক খুব দ্রুত সুস্থ হচ্ছেন।
তাঁর ব্লাডার এবং কিডনি একদম সঠিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অবশ্যই ভারতের জন্য এ এক বিরল সাফল্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা