বিয়ের আগে প্রস্রাব করতে জঙ্গলে বর, এরপরই ঘটল আসল ঘটনা
বিয়ে করতে কনের বাড়িতে যেতে হয় বরকে। এটাই রীতি। সেইমত বরের সাজে এক যুবক বরযাত্রীদের সঙ্গে কনের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেন।
বিয়ের আসর কনের বাড়িতে তৈরি। সকলেই অপেক্ষায় বর কখন আসবেন। এদিকে বরও তৈরি। বর তাঁর বাড়ি থেকে বরযাত্রীদের নিয়ে রওনা দিলেন কনের বাড়ির উদ্দেশে। কনের বাড়িতে পৌঁছতে কিছুটা সময় লাগবে। পথ বেশ কিছুটা।
মাঝপথে বরের প্রস্রাবের বেগ আসে। তিনি স্থির করেন কনের বাড়ি পর্যন্ত না গিয়ে রাস্তার ধারেই কোথাও প্রস্রাব সেরে অস্বস্তিটা কমাবেন। তাই তিনি রাস্তার অদূরে একটি ঝোপ জঙ্গল মত স্থানে এগিয়ে যান প্রস্রাব করার জন্য।
জঙ্গল মত জায়গা। ফলে বর সেখানে গাছের আড়ালে হারিয়ে যান। কেউ আর তাঁকে দেখতে পাচ্ছিলেন না। প্রস্রাব করতে কতক্ষণই বা লাগতে পারে! এদিকে দীর্ঘ সময় ধরে আর ফেরেন না। অগত্যা কয়েকজন ঝোপ জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন বর কোথায় খুঁজতে।
সেখানে পৌঁছে সকলে দেখেন বর একটি ঝোপের ওপর অজ্ঞান হয়ে পড়ে আছেন। পায়ে সাপের ছোবলের দাগ। প্রভাস কুমার নামে ওই বরকে ধরাধরি করে তুলে দ্রুত সকলে ছোটেন স্থানীয় এক ওঝার কাছে।
কিন্তু ওঝাও দীর্ঘ চেষ্টায় তাঁর কোনও শারীরিক উন্নতি বিধান করতে পারেননি। একসময় জীবন শেষ হয়ে যায় নতুন জীবনে পা রাখতে চলা ওই যুবকের।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহর-এ। চিকিৎসকদের পরামর্শ বর্ষায় সাপের ছোবলের ঘটনা বাড়ে। বিশেষত গ্রামাঞ্চলে। হাসপাতালে সাপের ছোবলের যাবতীয় চিকিৎসা বন্দোবস্ত থাকে। তাই ভয় না পেয়ে দ্রুত সর্পাহত মানুষটিকে হাসপাতালে আনতে পারলে তাঁর জীবন রক্ষা করা সম্ভব।
এক্ষেত্রে ওঝার পিছনে সময় নষ্ট না করে ওই যুবককে প্রথমেই হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়ত ওই ব্যক্তির প্রাণ রক্ষা হতে পারত বলে মনে করছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা