এদেশেই তৈরি হবে নিউ ইয়র্ক, কোথায় তাও জানা গেল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতাকে লন্ডনের রূপ দেওয়াই ইচ্ছা ছিল। এবার দেশে নিউ ইয়র্ক তৈরির পরিকল্পনা শোনা গেল। কোথাও তাও জানা গেল।
মুখ্যমন্ত্রী হওয়ার পর কলকাতাকে লন্ডন শহরের মত করে সাজিয়ে তোলার ইচ্ছার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভারতে বিশ্বের আর এক বিখ্যাত শহর তৈরির পরিকল্পনার কথা সামনে এল। অবশ্য এক্ষেত্রে কোনও শহরকে নতুন করে সাজিয়ে নিউ ইয়র্কের রূপ দেওয়ার চেষ্টা হবে না।
একেবারেই নতুন একটি অত্যাধুনিক শহর তৈরি করা হবে। যা নিউ ইয়র্কের আদলে তৈরি হবে। একথা জানিয়ে দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি।
তিনি জানিয়েছেন হায়দরাবাদের কাছে মহেশ্বরম নামে একটি জায়গা রয়েছে। সেই স্থানকেই একটি নতুন শহরের রূপ দেওয়া হবে। সাজিয়ে তোলা হবে নিউ ইয়র্কের আদলে।
তিনি এও জানিয়েছেন কর্ণাটকের উটি-র মতই ধরা হয় তেলেঙ্গানার রাচাকোন্দা-কে। এই রাচাকোন্দাকে আরও সাজিয়ে গুছিয়ে নিয়ে সেখানে একটি সিনেমা তৈরির শিল্প পরিকাঠামো তৈরি করা হবে। যাতে সেখানে সিনেমার শ্যুটিং করা যায়।
দক্ষিণে এমনিতেই সিনেমা শিল্পের কদর যথেষ্ট। তাই এমন যদি কোনও ফিল্ম সিটি তৈরি করা যায় তাহলে তা সেখানকার সিনেমা শিল্পের জন্যই প্রয়োজনীয় হবে।
এছাড়া তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে রাজ্যসরকার বলেও জানান রেবন্ত রেড্ডি। এই জেলাকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র করে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি।
তেলেঙ্গানা জুড়ে উন্নয়নের নানা পরিকল্পনার কথা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী আগের সরকারকেও তুলোধোনা করেছেন। তাঁর দাবি, তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি-র সরকার কার্যত ওই রাজ্যকে অসামাজিক কার্যকলাপের জায়গা করে তুলেছিল। প্রসঙ্গত ভারত রাষ্ট্র সমিতি-কে হারিয়ে এখন তেলেঙ্গানার ক্ষমতায় রয়েছে কংগ্রেস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা