৪০ দিনে ৭ বার সাপের ছোবল খেলেন যুবক, বেশিরভাগই শনিবার
এমন ঘটনা কার্যত চিকিৎসকদেরও অবাক করেছে। এক যুবক গত ৪০ দিনে ৭ বার সাপের ছোবল খেয়েছেন। ৭ বার একই হাসপাতালে ভর্তি হন।
একটি সাপ তাঁকে ছোবল মারে। বেশিরভাগ ছোবলের ঘটনাই শনিবার করে ঘটে। একবার খালি বৃহস্পতিবার হয়েছে। যখন ছোবল মারে তার ২-৩ ঘণ্টা আগে ওই যুবক জানতেও পারেন তাঁকে সাপটি ছোবল মারবে। তিনি ইঙ্গিত পান।
যুবকের মতে, একটি সাপ তাঁকে স্বপ্নে জানিয়েছে সে তাঁকে মোট ৯ বার ছোবল মারবে। নবম বারে তাঁর জীবন কেড়ে নেবে সে। তারপর তাঁকে শনিবার এলেই সাপ ছোবল মারে।
গত ৪০ দিনে ৭ বার ছোবল খেয়েছেন তিনি। প্রতিবার দংশনের পর একটি বিশেষ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে একজন চিকিৎসক রয়েছেন তিনিই বিকাশ দুবে নামে ওই যুবকের চিকিৎসা করেন।
তাঁকে অ্যান্টি ভেনম ইঞ্জেকশন ওষুধ দেন। বিকাশ পরদিন সুস্থও হয়ে যান। হাসপাতাল থেকে ছাড়া পান। এদিকে এভাবে ৪০ দিনে ৭ বার ছোবল খাওয়ার চিকিৎসা করাতে গিয়ে আর্থিক দিক থেকেও চাপে পড়েছে বিকাশের পরিবার।
চতুর্থ ছোবলের পর আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন বিকাশ। কিন্তু সেখানেও সাপের দংশন থেকে রেহাই পাননি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেপুরে।
২৪ বছরের বিকাশের এই ঘটনা নিয়ে স্বাস্থ্য দফতরও নড়েচড়ে বসেছে। এমনটা কীভাবে হচ্ছে তার কিনারা করতে পারছেনা তারা। অনেকের মতে, বিকাশ আসলে সাপের ছোবল খাওয়ার ভয়ে কাঁটা হয়ে আছেন। তিনি মনে মনে কল্পনা করছেন সাপের ছোবল।
তাঁকে সাপই ছোবল মেরেছে কিনা তাও খতিয়ে দেখছে একটি দল। এমনকি কোন সাপের ছোবল বিকাশ খেয়েছেন তা না জেনেই কীভাবে ওই চিকিৎসক তাঁকে অ্যান্টি ভেনম দিয়ে গেলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে বিকাশকে সাপে কাটার এই ঘটনা কিন্তু ওই অঞ্চলে রীতিমত সাড়া ফেলে দিয়েছে।