National

জবাব দিতে গাড়ি ছেড়ে বুলডোজারে করে বিয়ে করতে গেলেন বর

চেয়েছিলেন যোগ্য জবাব দিতে। তাই গাড়িতে বা ঘোড়ায় চেপে নয়, বরং বুলডোজারে চেপে বিয়ে করতে গেলেন বর। রাস্তায় দাঁড়িয়ে পড়লেন লোকজন।

বিয়ের সব ঠিকঠাক হয়ে গিয়েছিল। এদিকে উত্তরপ্রদেশে বিজেপি লোকসভা নির্বাচনে ভাল ফল করতে পারেনি। উত্তরপ্রদেশের যোগী সরকারের একাধিক নীতি তার জন্য দায়ী বলে অনেকে মনে করছেন। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর হবু বরের সঙ্গে এই নিয়েই মস্করাটা করেছিলেন কনের পরিবারের একজন।

বলেছিলেন বিয়ে করতে সাবধানে আসতে। কারণ খলিলাবাদে বিজেপি হেরেছে। বর আবার যোগীর অন্ধ ভক্ত। তিনি মস্করাকে উড়িয়ে না দিয়ে বরং গুরুত্ব সহকারে মনে রাখেন। তখন কিছু না করলেও বিয়ের দিন তিনি তার জবাব দিলেন।


বিয়ের দিন যখন কনের বাড়িতে সব ঠিকঠাক। বর আসার অপেক্ষা। তখন বর বরযাত্রী নিয়ে রাস্তায়। গাড়ি নয়, ঘোড়া নয়, তিনি চেপে বসে আছেন বুলডোজারে।

বুলডোজারের একদম সামনে যে বাকেট অংশটি থাকে, যেখানে মাটির কাটা অংশ বা জঞ্জাল তোলা হয়, সেখানে বরকে বসে থাকতে দেখা যায়। সঙ্গে ছিলেন আরও কয়েকজন। বর রীতিমত উৎফুল্ল ছিলেন। নাচের ভঙ্গিতে হাত তুলে নাড়তে থাকেন।


উত্তরপ্রদেশে খলিলাবাদে বরের এই বুলডোজারে বিয়ে করতে আসা ছিল তাঁর যোগী আদিত্যনাথের প্রতি অকুণ্ঠ সমর্থনের প্রতীক। যেখানে বিজেপি হেরেছে সেখানেই উত্তরপ্রদেশের বিজেপি সরকারের অলিখিত প্রতীকে পরিণত হওয়া বুলডোজারে করে বিয়ে করতে পৌঁছন তিনি।

প্রসঙ্গত উত্তরপ্রদেশে অপরাধ প্রশমিত করতে, বেআইনি নির্মাণ ভাঙতে যোগী আদিত্যনাথ সরকার বুলডোজার ব্যবহার করে। এজন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বুলডোজার বাবা নামেও পরিচিত। সেখানে বিজেপি সমর্থক বরের এই বুলডোজারে বিয়ে করতে আসা রীতিমত খবর হয়ে যায়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button