National

জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা রদের সঙ্গে বাৎসরিকভাবে জুড়ে গেল স্কুল পড়ুয়ারা

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ ভারতীয় সংবিধানের এক অন্যতম অধ্যায়। সেই ৩৭০ ধারা রদ এবার স্কুলে পালনের জায়গায় চলে এল।

জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা রদ ভারতীয় সংবিধানের এক অন্যতম অধ্যায়। যা নিয়ে তর্ক বিতর্কও কম হয়নি। সেই ৩৭০ ধারা রদ এবার জুড়ে গেল স্কুলজীবনের সঙ্গে। স্কুলে পালিত হবে এই দিনটি।

৫ অগাস্ট জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা রদ করা হয়েছিল। সেই দিনটিকে সামনে রেখে এবার মরু রাজ্যের স্কুলগুলিতে পালিত হবে স্বর্ণ মুকুট মস্তক দিবস।


রাজস্থানের স্কুল শিক্ষা দফতরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের প্রতিটি সরকারি ও বেসরকারি স্কুলে দিনটি পালন করতে হবে।

৩৭০ ধারা রদ যেমন স্কুলে পালনীয় করল রাজস্থান সরকার, তেমনই আগামী দিনে ২৮ মে সাভারকর জয়ন্তী পালন করা হবে স্কুলে স্কুলে। রাজস্থানের স্কুলগুলিতে প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার নো ব্যাগ ডে ঘোষণা করা হয়েছে।


ওইদিন পড়ুয়ারা কোনও স্কুল ব্যাগ নিয়ে স্কুলে আসবেনা। ওইদিন তারা স্কুলে আসবে খালি হাতে। স্কুলে নানাধরনের কাজের সঙ্গে তারা যুক্ত হবে। সেসব কাজে হাত লাগাবে। স্কুলের তরফ থেকেই সেসব কর্মকাণ্ড আয়োজন করা হবে।

প্রসঙ্গত রাজস্থানের স্কুল শিক্ষা দফতর যে বাৎসরিক ছুটির তালিকা সে রাজ্যের স্কুলগুলির জন্য প্রকাশিত করেছে তাতে ৩৬৫ দিনের মধ্যে ২১৩ দিন স্কুল হবে। বাকি দিন ছুটি।

সেই ছুটির মধ্যে যেমন নানা কারণে ছুটি থাকছে, তেমনই রবিবারগুলিও রয়েছে। সব মিলিয়ে ১৫২ দিন বছরে স্কুলে ছুটি থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button