মৎস্যজীবীর জালে এ কোন মাছ, তুলতে ডাকতে হল ক্রেন
বঙ্গোপসাগরের জলে মৎস্যজীবীরা নানা প্রান্ত থেকে মাছ ধরতে আসেন। এবার এমনই এক মৎস্যজীবীর জালে এমন এক মাছ পড়ল যাকে টেনে তুলতে ক্রেন ডাকতে হল।
মাছ ধরার জন্য ট্রলার নিয়ে সমুদ্রের বুকে ভেসে পড়েন মৎস্যজীবীরা। নানাধরনের মাছ তুলে আনেন জল থেকে। যা মূলত খাবার জন্যই বিক্রি হয়।
অন্ধ্রপ্রদেশের এক মৎস্যজীবী এভাবেই ৩ দিনের জন্য মাছ ধরতে জলে ভেসে পড়েছিলেন। ফিরলেন মাছ নিয়েও। তবে সে মাছ খাওয়া দূরে থাক দেখলেই আতঙ্কিত হয়ে পড়ছিলেন সকলে। এমনকি সে মাছকে টেনে তুলতে একটি ক্রেন ডাকতে হয়।
জালে যে এমন এক মাছ পড়বে তা ভাবতেও পারেননি ওই মৎস্যজীবী। মাছটির ওজন দেড় হাজার কেজি। দড়ি দিয়ে বেঁধে মাছটিকে ক্রেনে করে তুলে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের দাবি, এটা হল টেকু মাছ। স্থানীয় ভাষায় টেকু মাছটির সারা গায়ে ছোট ছোট পলকা দাগ। ইতিমধ্যেই চেন্নাই থেকে মাছটি কিনে নেওয়া হয়েছে।
তবে তার আগে এ মাছকে জল থেকে তোলা এবং তাকে ক্রেনে বেঁধে নিয়ে যাওয়ার ছবি তুলে ফেলেন অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার গিলাকালাদিন্দি এলাকার মানুষজন। মাছটিকে দেখতে বিশাল ভিড় জমে যায়। চলে দেদার ভিডিও ও ছবি তোলা।
২০২০ সালে অন্ধ্রপ্রদেশের এই কৃষ্ণা জেলারই এক মৎস্যজীবীর জালে এমনই এক বিশাল মাছ ধরা পড়েছিল। যার ওজন ছিল ৩ টন। সেই মাছকে ঘিরেও কৌতূহলের অন্ত ছিলনা। এবার এই টেকু মাছকে দেখতেও ভিড় জমল নানা প্রান্ত থেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা