মার্কিন বা ব্রিটিশ সেনার সঙ্গে জড়িয়ে আছে বাঙালির প্রিয় সরু গলি
মার্কিন সেনাবাহিনী হোক বা ব্রিটিশ সেনাবাহিনী, পৃথিবীর অন্যতম শক্তিধর রাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে জড়িয়ে গেল বাঙালির প্রিয় শহরের সরু গলি।
পৃথিবীর অন্যতম প্রাচীন শহর এটি। বলা হয় ১০ হাজার বছর পুরনো এ শহর। এখানেই রয়েছে বাবা বিশ্বনাথের মন্দির সহ প্রচুর মন্দির। গঙ্গাপারের এই প্রাচীন ভারতীয় শহরটির সঙ্গে এবার জড়িয়ে গেল মার্কিন সেনাবাহিনীর নাম।
শুধু মার্কিন সেনাবাহিনী নয়, তার সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনীও রয়েছে। রয়েছে ওমান, উগান্ডা সহ আরও কিছু দেশের সেনাবাহিনী। মনে হতেই পারে যে বারাণসী শহরের সঙ্গে বিভিন্ন দেশের সেনাবাহিনীর কি সম্পর্ক?
অবশ্যই প্রাথমিকভাবে যোগসূত্র খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু বারাণসীর সরু গলির সঙ্গে এসব সেনাবাহিনীর ওতপ্রোত যোগাযোগ। আমেরিকা হোক বা ব্রিটেন, উগান্ডা হোক বা ওমান বা অন্য কোনও দেশের সেনা, তাদের ব্যাজ তো থাকবেই।
সেনাবাহিনীর ব্যাজ মানে সূক্ষ্ম কারুকাজ। যা যেমন সুন্দর হবে, তেমনই নিখুঁত হবে। যা সেনাবাহিনীর পোশাকে ঝলমল করবে। সেই ব্যাজ তৈরি হয় এই বারাণসীর সরু সরু গলিতে বসবাসকারী কারিগরদের হাতের দক্ষতায়।
তাঁদের কাজ এতটাই নিখুঁত হয় যে ওই সব দেশের সেনা নিজেদের দেশে সেনার জন্য ব্যাজ তৈরি না করে বারাণসীর এই কারিগরদের বরাত দেয়। এখান থেকে তৈরি হয়ে ওই সব দেশে সেনাবাহিনীর কাছে পৌঁছে যায় ব্যাজ।
অনেক দেশের সেনার পতাকাও তৈরি হয় বারাণসীতে। বারাণসীতে এমন একাধিক পরিবার রয়েছে যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিভিন্ন দেশের সেনাবাহিনীর জন্য ব্যাজ ও পতাকা তৈরি করে চলেছে। এটাও মেড ইন ইন্ডিয়া-র এক বড় প্রতীক। যা বারাণসীকে বিশ্বস্তরে তুলে নিয়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা