মাটি খুঁড়ে যুবকের জীবন বাঁচাল একদল কুকুর, কৃতজ্ঞতায় চোখে জল যুবকের
মাটির তলায় চাপা ছিলেন তিনি। বাঁচার আশা ছিলনা। বেঁচে গেলেন কয়েকটি রাস্তার কুকুরের কৃপায়। তারাই তাঁকে মাটি খুঁড়ে বার করে আনে। দাবি করলেন এক যুবক।
একটি জমিকে কেন্দ্র করে বিবাদ। তার জেরেই তাঁর সঙ্গে অন্য ৪ যুবকের ঝগড়া বাঁধে। বচসা চলতে থাকে। একসময় তাঁকে মারধর শুরু করে ওই ৪ যুবক। তাঁর গলা টিপে শ্বাস রোধ করার চেষ্টা করে। যখন তাদের মনে হয় যে রূপ কিশোর নামে ওই যুবকের শ্বাস রোধ হয়ে গেছে, তখন তাঁকে নিয়ে যায় একটি জমির কাছে।
মাটি খুঁড়ে ফেলে। তারপর রূপ কিশোরকে ওই খোঁড়া অংশে ফেলে মাটি চাপা দিয়ে দেয়। মাটির তলায় হারিয়ে যান তিনি। পুলিশের কাছে এমনই দাবি করেছেন রূপ কিশোর নামে ওই যুবক।
পুলিশকে তিনি জানিয়েছেন, মাটির তলায় অজ্ঞান অবস্থায় ছিলেন তিনি। এই সময় কয়েকটি রাস্তায় ঘোরা কুকুর মাটি খুঁড়ে ফেলে। সবে চাপা দেওয়া আলগা মাটি সরিয়ে তারা রূপ কিশোরকে দেখতে পায়। তখনই তাঁর শরীরে কামড় বসায়।
কুকুরের কামড়টা খেয়েই তাঁর জ্ঞান ফেরে। ওই মাটির তলা থেকে বেড়িয়ে আসেন রূপ। হাজির হন হাসপাতালে। সেখানে চিকিৎসার পর তিনি হাজির হন থানায়।
সেখানে পুলিশের কাছে রূপ কিশোর তাঁর এই দাবি করেন। তাঁর দাবির ভিত্তিতে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যে ৪ যুবকের বিরুদ্ধে অভিযোগ তাদেরও খোঁজ চলছে।
ঘটনাটি চাঞ্চল্য ফেলে দিয়েছে আগ্রা শহর জুড়ে। তাজের শহরেই ঘটে এই ঘটনা। বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর রীতিমত হইচই পড়ে গেছে।