মালের ওজন হয়েছিল ৪০ কেজি। বিমান সংস্থার নিয়ম অনুযায়ী এই বাড়তি লাগেজের জন্য যাত্রীকে গুনতে হত ১৩ হাজার টাকা। কিন্তু সেটা দিতে অস্বীকার করাকে কেন্দ্র করেই যাবতীয় কথা কাটাকাটির সূত্রপাত। ঘটনাটি ঘটেছে রায়পুর বিমানবন্দরে। এদিন রায়পুর থেকে মুম্বই ফিরছিলেন বিখ্যাত গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। সেই সময়ে তাঁর বাড়তি লাগেজের জন্য ১৩ হাজার টাকা চার্জ করে বিমান কর্তৃপক্ষ। অভিযোগ সেই টাকা না দিয়ে ১০ হাজার টাকায় রফা করার কথা বলেন আদিত্য। তা নিয়েই তর্কাতর্কি শুরু।
অভিযোগ এরপর আদিত্য বিমান কর্মীদের উদ্দেশ্যে অশালীন ভাষা প্রয়োগ করেন। জানিয়ে দেন তাঁর যে কোনও কিছু বলার স্বাধীনতা আছে। বিমানকর্মীরা তাঁকে পাবলিক প্লেসে এধরণের অভব্য ভাষা প্রয়োগ না করতে বলায় আরও রেগে তিনি এক বিমান কর্মীকে হুমকিই দিয়ে বসেন। মুম্বই পৌঁছ তিনি ওই কর্মীর জামাকাপড় খুলে না নিতে পারলে তাঁর নাম আদিত্য নারায়ণ নয়। যা একটি ভিডিওতে ধরাও পড়েছে। এরপর বিমানকর্মীরা সাফ জানিয়ে দেন আদিত্য একথা বলার জন্য ক্ষমা না চাইলে তাঁকে বিমানে উঠতে দেওয়া হবে না। শেষমেশ ক্ষমা চেয়ে নেন আদিত্য।