National

মাটির তলা থেকে ভেসে আসছে ভূতুড়ে শব্দ, ধস বিধ্বস্ত এলাকায় নতুন ভয়

ধসে বিধ্বস্ত এলাকা জুড়ে এক নতুন ভয় তৈরি হয়েছে। যা এলাকা জুড়ে স্বজন হারা পরিচিত হারা বিধ্বস্ত মানুষজনকে নতুন করে চিন্তায় ফেলেছে।

শুক্রবার বেলা সাড়ে ১০টা। আচমকাই মাটির তলা থেকে ভেসে এল আজব শব্দ। সে সব ভূতুড়ে শব্দ কানে আসতে নতুন করে আতঙ্ক পেয়ে বসে সব হারানো মানুষজনের মনে। এ কেমন শব্দ! এ আবার কোন ধ্বংসলীলার আগাম সংকেত?

আবার কি কোনও ভয়ংকর খেলায় মেতে উঠতে চলেছে প্রকৃতি! নাকি ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হয়েছে? এ তারই আওয়াজ! এমন নানা কথা মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে কেরালার ওয়ানাড, পালাক্কড় এবং কোঝিকোড়ে।


মাটির তলা থেকে ভূতুড়ে শব্দ পান স্থানীয় বাসিন্দারা। সেই ওয়ানাড যেখানে গত ৩০ জুলাই এক সর্বগ্রাসী ধস নেমে চলে গেছে ৪১৩ জনের জীবন। এখনও ১৫২ জন বেপাত্তা। তাঁদের খোঁজ চলছে।

শুধু যে প্রাণ গেছে এমনটাই নয়, শেষ হয়ে গেছে বাড়ি, ঘর, টাকাকড়ি, সম্পত্তি, দরকারি কাগজপত্র। সর্বস্ব হারিয়ে, পরিজনকে হারিয়ে, আত্মীয় বন্ধুকে হারিয়ে এলাকার প্রতিটি পরিবারে এখন নিস্তব্ধতা। এখান ওখান থেকে ভেসে আসছে কান্নার শব্দ।


এমন এক পরিস্থিতির মধ্যে বাস করা মানুষগুলোকে নতুন করে ভয় দেখিয়েছে মাটির তলার আজব শব্দ। সেই সঙ্গে তাঁদের অনেকের দাবি হালকা কম্পনও অনুভূত হয়েছে।

যদিও ভূমিকম্পের কথা কার্যত উড়িয়ে দিয়েছে রাজ্যসরকার থেকে বিশেষজ্ঞ সকলেই। ভূমিকম্পের সম্ভাবনা বা তা থেকে কোনও ক্ষতির আশঙ্কা উড়িয়ে দিয়েছে তারা। তবে ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করলেও কোথা থেকে এই শব্দ এল তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button