মাইনে পাবেনা, ছুটিও পাবেনা, চাকরির বিজ্ঞাপন দেখে চক্ষু চড়কগাছ
চাকরি দেবে কিন্তু মাইনে দেবেনা। শুধু মাইনে না দেওয়াই নয়, কোনও ছুটিছাটাও নেই। এমনকি সাপ্তাহিক ছুটিটাও মিলবে না। চাকরির বিজ্ঞাপন দেখে রেগে আগুন অনেকেই।
চাকরি প্রার্থীরা চাকরির বিজ্ঞাপনের দিকে নজর রাখেন। এমনকি সাধারণ মানুষও চাকরির বিজ্ঞান দেখে থাকেন। নিছক কৌতূহল বা পরিচিত কাউকে জানানোর জন্যও চাকরির বিজ্ঞাপন দেখে থাকেন অনেকে।
লিংকডইন নামে ওয়েবসাইটে চাকরির বিজ্ঞাপন থাকে। সেখানেই একটি বিজ্ঞাপন সকলের মাথা ঘুরিয়ে দিয়েছে। গুজরাটের একটি সংস্থা ব্যাটারিওকেটেকনোলজিস-এর কর্ণধার তাঁর সংস্থায় চাকরি করার আবেদন জানিয়েছেন।
তবে তাঁর সংস্থায় চাকরি করতে গেলে কিছু শর্তও দিয়েছেন তিনি। প্রথমত, তিনি মাইনে দেবেন না। বেতন ছাড়াই চাকরি করতে হবে। দ্বিতীয়ত, কোনও ছুটি মিলবে না। এমনকি সপ্তাহান্তের ছুটিও নয়। কোনও লম্বা ছুটি তো নয়ই। তৃতীয়ত, চাকরিতে যোগদান স্বরূপ কোনও উপহার বা কোনও সাজানো অফিসও পাওয়া যাবেনা।
এসব শর্তে রাজি হলেই তাঁর সংস্থায় যোগদানের আবেদন করা যাবে। বিজ্ঞাপনে তিনি আরও লেখেন, তাঁর সংস্থা বিনিয়োগকারীদের অর্থ নষ্ট করার বিপক্ষে। তাঁরা লক্ষ্মীকে সম্মান করেন।
চাকরির বিজ্ঞাপন প্রায় সকলেই দেখেছেন। কিন্তু এমন বিজ্ঞাপন কেউ কখনও দেখেছেন কি? এই বিজ্ঞাপন দেখে রেগে আগুন নেটিজেনরা। তাঁদের কারও মতে, এমন করা যায়না। এটা সম্পূর্ণ বেআইনি।
কারও মতে, এর কি কোনও অন্য মানে রয়েছে! কারও মতে আবার এটা দীর্ঘমেয়াদী কর্মী নিয়োগের চেষ্টা। তবে পরে ব্যাটারিওকেটেকনোলজিস-এর কর্ণধার সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি নিছক মজা করতেই এই বিজ্ঞাপনটি দিয়েছিলেন।