দোকানের বাথরুমে ওত পেতে ছিল ক্যামেরা, লুকিয়ে উঠল মহিলাদের ছবি
দোকানে, মলের বাথরুমে ঢুকে দরজা বন্ধ করার পর মহিলারা মোটামুটি নিশ্চিন্ত থাকেন। সেটুকু নিশ্চিন্তও এবার হয়তো তাঁরা হতে পারবেননা।
গত শুক্রবার সকালের ঘটনা। এক মহিলা গিয়েছিলেন জনপ্রিয় কফির দোকানটিতে কফি খেতে। সেখানে অন্য এক মহিলা গিয়েছিলেন বাথরুমে। যেতেই পারেন। কিন্তু ওই মহিলা পরে সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি যখন কফি শপে বসে তখন এক মহিলা বাথরুম থেকে বেরিয়ে বিষয়টি সামনে আনেন।
তিনি জানান, বাথরুমে তিনি প্রথমে ঢুকে কিছু বুঝতে পারেননি। কিন্তু পরে তিনি বাথরুমে রাখা ডাস্টবিনে একটি নোংরা ফেলার প্যাকেট দেখতে পান। দেখে এটাই মনে হবে যে কেউ জঞ্জাল ওই প্যাকেটে পুরে ফেলেছেন। কিন্তু সেই প্যাকেটে অত্যন্ত নিপুণভাবে একটি ছোট্ট ফুটো করা ছিল। যা দিয়ে কেবল মোবাইলের ক্যামেরাটি দেখা যাবে।
মোবাইলটি এরপর পরীক্ষা করতে গিয়ে তিনি দেখেন সেটি গত ২ ঘণ্টা ধরে রেকর্ড করে চলেছে। ফ্লাইট মোডে থাকায় সেটি বাজেনি। ফলে ওই ২ ঘণ্টায় যত মহিলা বাথরুমে ঢুকেছেন, তাঁদের প্রত্যেকের ফটো ধরা পড়েছে।
দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখে মোবাইলটি বেঙ্গালুরুর বেল রোডের ওই কফির দোকানের এক কর্মচারির। তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানার চেষ্টা করছে ওইদিনের আগেও সে বাথরুমে মহিলাদের ছবি এভাবে তুলেছে কিনা বা কতদিন ধরে এমন রেকর্ড করা চালাচ্ছে। এদিকে ফের মহিলাদের সুরক্ষা প্রশ্নের মুখে।
কদিন আগেই মুম্বইয়ের কান্দিভালির একটি হাসপাতালে এক মহিলা চিকিৎসকের বাথরুমে স্নান করার সময় লুকিয়ে ছবি তোলে এক ঠিকাকর্মী। এবার কফি শপে যাওয়া মহিলাদের বাথরুম ব্যবহারের সময় ছবি উঠল।
সেক্ষেত্রে মহিলারা কি বাড়ি থেকে বাইরে গিয়ে কোথাও নিরাপদ নন। দোকানপসারে বাথরুম ব্যবহারে তাঁরা সারাক্ষণ ভয় পাবেন তাঁর দিকে লুকিয়ে কোনও ক্যামেরা তাক করা আছে কিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা