চারিদিকে শুধুই জল, এনডিআরএফ রক্ষা করল ভারতীয় দলের ক্রিকেটারকে
এমন পরিস্থিতি যা কল্পনার বাইরে। কিভাবে সেই পরিস্থিতি থেকে বার হবেন তা অজানা। সেই অবস্থায় তাঁকে রক্ষা করল এনডিআরএফ। কৃতজ্ঞ ভারতীয় দলের ক্রিকেটার।
চারদিকে শুধু জল আর জল। লোকালয় তখন জলাশয়ের আকার নিয়েছে। বাড়ির মাথা বেরিয়ে আছে, বাকিটা জলের তলায়। এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়াটা দরকার। কিন্তু কীভাবে সেটাই কেউ বুঝে উঠতে পারছিলেননা।
এমন অবস্থায় নৌকা নিয়ে হাজির হন এনডিএরএফ-এর সদস্যরা। তাঁরাই উদ্ধারকাজে হাত লাগান। রক্ষা করেন ভারতীয় দলের অন্যতম বাঁ হাতি স্পিনারকে।
এজন্য এনডিআরএফ-কে ধন্যবাদ জানিয়েছেন রাধা যাদব। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম বোলিং ভরসা তিনি। স্পিন আক্রমণের মুখ।
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে চলা মহিলা টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের বাঁ হাতি স্পিনের দায়িত্ব তাঁর কাঁধে। সেই রাধা যাদব কীভাবে এনডিআরএফ-এর জন্য ভদোদরার বাড়ি থেকে রক্ষা পেলেন তা তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়।
এক ভয়ংকর বন্যার কবলে পড়ে হিমসিম খাচ্ছে গুজরাট। ইতিমধ্যেই ২৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই বন্যা। ১৮ হাজার মানুষকে সরিয়ে নিয়ে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে। তার মধ্যে একটানা বৃষ্টি পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে।
বহু এলাকা জলের তলায় চলে গেছে। এমনকি উদ্ধারকাজেও সমস্যা হচ্ছে বৃষ্টির কারণে। ভদোদরার পাশে বিশ্বামিত্রী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে।
এদিকে কামাতি বাগ চিড়িয়াখানায় ৬টি পশুর জীবন কেড়েছে এই বন্যা। যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। মানুষের একাংশের দাবি, চিড়িয়াখানা কর্তৃপক্ষ চিড়িয়াখানায় থাকা পশুদের প্রয়োজনীয় সুরক্ষা বন্দোবস্ত করতে পারেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা