National

ওল্ড এজ পেনশন প্রাপকদের ধুতি ও শাড়ি, এই রাজ্যের লক্ষ্য অন্য সাহায্য

ওল্ড এজ পেনশন প্রাপকদের একটি করে ধুতি ও একটি করে শাড়ি দেওয়ার জন্য তাঁত শিল্পীদের বরাত দিল এক রাজ্যসরকার। এভাবে সরকার সাহায্য পৌঁছে দিচ্ছে অন্যত্র।

এতদিন একটি করে ধুতি ও একটি করে শাড়ি দেওয়ার রীতি চালু ছিল রাজ্যের ওল্ড এজ পেনশন প্রাপকদের। সেজন্য যন্ত্রচালিত বস্ত্রশিল্প প্রতিষ্ঠানগুলিতে বরাতও দিত তামিলনাড়ু সরকার। পোঙ্গল উৎসব উপলক্ষে তামিলনাড়ুর স্তালিন সরকার এই বরাত দিত। এজন্য কোটি কোটি টাকা খরচও হত।

কিন্তু সেই পথ থেকে সরে এল সরকার। লক্ষ্য একটি নির্দিষ্ট শিল্প ও শিল্পীদের রক্ষা করা। এবার তামিলনাড়ু সরকার তাই ধুতি ও শাড়ির বরাত যন্ত্রচালিত বস্ত্রশিল্প প্রতিষ্ঠানগুলিকে না দিয়ে তাঁত শিল্পীদের দিয়েছে। যাঁরা এখনও মাকুতে তাঁত বুনে কাপড় তৈরি করেন।


যন্ত্রের দাপটে বস্ত্রশিল্পে তাঁত শিল্পীদের ক্ষয়িষ্ণু দশা। ক্রমশ কাজ হারাচ্ছেন তাঁরা। যন্ত্রে তৈরি কাপড়ের দামও তুলনায় কম পড়ছে। সব মিলিয়ে হাতে বোনা তাঁত তার অস্তিত্বের সংকটে পড়েছে তামিলনাড়ুতে।

সেই পরিস্থিতি থেকে যাতে কিছুটা সুরাহা পান তাঁত শিল্পীরা সেই লক্ষ্যেই এবার রাজ্যের ১ লক্ষ ৩৮ হাজার ৪৯৪ জন ওল্ড এজ পেনশন প্রাপকের জন্য ধুতি ও শাড়ি তৈরির বরাত তাঁত শিল্পীদের দিল সরকার।


পোঙ্গল উৎসবে স্তালিন সরকার তামিলনাড়ুর সব ওল্ড এজ পেনশন প্রাপককে উপহার হিসাবে একটি করে ধুতি ও একটি করে শাড়ি প্রদান করে। যার জন্য ২০২৫ সালের বরাত এখনই দেওয়া হয়ে গেছে। যা পেয়েছেন হাতে বোনা কাপড়ের তাঁত শিল্পীরা। এজন্য ১০০ কোটি টাকা খরচ করছে রাজ্যের সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button