ধর্ষক বাবা রাম রহিমের ‘পালিতকন্যা’ হানিপ্রীত ইনসানকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার চণ্ডীগড়ের কাছে হাইওয়ের ওপর থেকে তাকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। আদালতে রাম রহিম ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়ার পর হরিয়ানার পাঁচকুলা, সিরসা সহ বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটে। মৃত্যু হয় ৩৮ জনের। সেই হিংসায় ইন্ধন যোগানো ও যুক্ত থাকার অভিযোগে ৪৫ জনকে অভিযুক্ত করে পুলিশ। তারমধ্যে হানিপ্রীতের নাম ছিল সবার উপরে। তারপর থেকেই ফেরার ছিল পাপা কি পরী হানিপ্রীত। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল। তার বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয়।
একমাসের ওপর হানিপ্রীতকে খোঁজার পর আচমকাই মঙ্গলবার সকালে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে তাকে দেখতে পাওয়া যায়। একটি সংবাদমাধ্যমে হানিপ্রীত দাবি করে তার ও রাম রহিমের সম্পর্ক নিয়ে যা শোনা যাচ্ছে তা ভ্রান্ত। হানিপ্রীত জানায় বাবা জেলে যাওয়ার পর থেকে তার জীবন শূন্যতায় ভরে গেছে। মানসিকভাবে সে সম্পূর্ণ বিপর্যস্ত। পাশাপাশি নিজেকে নিরপরাধ বলেও দাবি করে ৩৬ বছরের হানিপ্রীত।
হানিপ্রীতের আরও দাবি ছিল, যেদিন তার বাবাকে দোষী সাব্যস্ত করা হল সেদিন আদালতে সে গিয়েছিল বাবার সঙ্গে বাড়ি ফিরতে। কিন্তু তা যখন হল না তখন সে সম্পূর্ণ ভেঙে পড়ে। হানিপ্রীতের প্রশ্ন সেই অবস্থায় কাউকে ওস্কানো কি তার পক্ষে সম্ভব ছিল? টিভিতে এসব বলার পর শোনা যাচ্ছিল হানিপ্রীত এদিনই আত্মসমর্পণ করবে। কিন্তু তার আগেই তাকে গ্রেফতার করল পুলিশ।