ক্রিকেট বলের আকারের চুলের কুণ্ডলী, কোথায় পাওয়া গেল সেটাই বড় কথা
একটি ক্রিকেট বলের আকারের বড় চুলের কুণ্ডলী পাওয়া গেল। সেটা পাওয়া যেতেই পারে। যেটা সকলকে থমকে দেবে সেটা হল কোথায় পাওয়া গেল।
একটি ক্রিকেট বলের আকার নেহাত ছোট হয়না। তার সমান আকারের একটি চুলের জমাট বাঁধা কুণ্ডলী। তা থেকেই পরিস্কার যে কত পরিমাণ চুল তাতে রয়েছে। সেটাই উদ্ধার হয়েছে আড়াই ঘণ্টার প্রচেষ্টায়। কিন্তু কোথা থেকে এটা পাওয়া গেল? সেটাই সবচেয়ে বড় চমকটা দিয়েছে।
একটি শব্দ আছে ট্রিকোফেজিয়া। এটা একটা অভ্যাস। যা মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। যদিও বিরল অভ্যাস, তবে এটা একটা মানসিক সমস্যা। যার কারণে ওই ব্যক্তি চুল খেতে থাকেন।
যদিও এটা ছোটদের মধ্যে দেখতে পাওয়া যায়না। কিন্তু সব হিসাব গুলিয়ে দিল বেঙ্গালুরুর ৮ বছরের এক বালিকার পেট থেকে বার হওয়া ওই চুলের বল। মাত্র ৮ বছর বয়সের মধ্যেই যে ওই বিপুল পরিমাণ চুল পেটে পুরে দিয়েছে।
সে চুল পেলেই খেয়ে ফেলে। যা গত ২ বছর ধরে তার খিদে কমিয়ে দিয়েছিল। বমি হয় প্রায়ই। অনেক চিকিৎসককেই দেখান বাবা মা। কিন্তু ফল হয়নি। আসলে কারণটাই ধরা পড়েনি।
অবশেষে তা ধরে পড়ে। চিকিৎসকেরা স্থির করেন তাঁরা অপারেশনের পথেই হাঁটবেন। নাহলে ওই বালিকার গ্যাসট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে আটকে থাকা ওই চুলের চটচটে কুণ্ডলী বার করা যেত না।
সাধারণভাবে বয়ঃসন্ধির সময়ে থাকা কিছু মেয়ের ক্ষেত্রে এই চুল খাওয়ার বিরল অভ্যাস দেখতে পাওয়া যায়। কিন্তু এত ছোট বয়সে এমনটা দেখতে পাওয়া যায়না, যা ওই বালিকার ক্ষেত্রে দেখা গেল। তাকে এখন পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। সেই সঙ্গে তার কাউন্সিলিং চলছে। যাতে সে আগামী দিনে আর চুল খাওয়ার চেষ্টা না করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা