স্বামী ফাস্টফুড খেতে দেন না, পুলিশে গেলেন স্ত্রী
পুলিশের কাছে এক এক সময় এমন সব পারিবারিক সমস্যা নিয়ে মানুষ হাজির হন যে তা সমাধান করা তাদেরও দুঃসাধ্য হয়ে পড়ে।
মাঝে মাঝে পুলিশের কাছে এমন সব পারিবারিক সমস্যা নিয়ে মানুষ হাজির হন যার সমাধান করা কোনও অপরাধের কিনারা করার চেয়েও কঠিন হয়ে পড়ে। এমনই একটি ঘটনা সামনে এসেছে।
যুবক যুবতীর বিয়ে হয়েছে মাত্র ১ বছর হল। ২০২৩ সালেই তাঁরা সাতপাকে বাঁধা পড়েন। আর ১ বছরের মধ্যেই স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে হাজির হলেন স্ত্রী। যদিও কোনও পণ নিয়ে অশান্তি, কোনও শারীরিক নির্যাতনের অভিযোগ নয়। অভিযোগ ফাস্টফুড নিয়ে।
ওই মহিলার অভিযোগ তাঁকে তাঁর স্বামী কিছুতেই বাইরের খাবার খেতে দেন না। ফাস্টফুড খেতে তিনি খুবই পছন্দ করেন। কিন্তু স্বামী একদিনও তাঁকে ফাস্টফুড খাওয়ান না।
এই নিয়ে অশান্তি এমন পর্যায়ে পৌঁছয় যে ওই মহিলা বাপের বাড়িতে গিয়ে থাকছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতির একমাত্র কারণ ফাস্টফুড।
স্বামী পাল্টা পুলিশকে জানান, তাঁর স্ত্রী এত ফাস্টফুড খেতে পছন্দ করলেও তা খেলেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পেটে ব্যথা হতে থাকে। তাই তিনি একেবারেই ফাস্টফুড খেতে দেন না।
অবশেষে পুলিশ স্বামী স্ত্রীকে অনেক ভাবে বোঝায় যাতে তাঁরা মানিয়ে চলেন। পুলিশের তরফেই তাঁদের বলা হয়েছে স্ত্রী প্রতিদিন চাইলেও ফাস্টফুড পাবেন না। সপ্তাহে ২ দিন করে স্বামীকে ফাস্টফুড খাওয়াতে হবে তাঁকে।
এই সমাধান ২ জনেরই মনের মত হয়। ফলে ২ জন নিশ্চিন্তে সংসার করতে বাড়ি ফিরে যান। পুলিশও হাঁফ ছেড়ে বাঁচে। ঘটনাটি ঘটেছে আগ্রা শহরে।