হোটেলে খাবার পর বিল না দিয়ে পালাল ৩ ক্রেতা, টেনে নিয়ে গেল ওয়েটারকেও
হোটেলে খাবার খেলে বিলও মেটাতে হবে। এটাই স্বাভাবিক। এক ওয়েটার সেই খাবারের টাকা চাওয়ায় তাঁকে গাড়িতে টেনে নিয়ে গেল ক্রেতারা।
রাস্তার ধারের ধাবা। বেশ সাজানো। সেই হোটেলে খাবার খেতে আসে ৩ জন। গাড়িতে এসেছিল। ৩ জন হোটেলে ঢুকে খাবার খায়। তারপর বেরিয়ে গড়িতে চড়ে। খাবার খেয়ে বিল না মিটিয়েই ৩ জন ক্রেতা গাড়িতে উঠে বসেছে দেখে ওয়েটার ছুটে আসেন তাদের কাছে।
বিল মেটানোর জন্য ওয়েটারকে ইউপিআই কিউআর কোড স্ক্যানারটা আনতে বলে। ওয়েটার তা নিয়ে ফেরার সময় দেখেন একজন ক্রেতা ছুটে গাড়িতে চড়ল। আর গাড়ি পিছনের দিকে গিয়ে পালানোর চেষ্টা করছে।
ওয়েটার ছুটে গিয়ে গাড়ির সামনের দরজা খুলে বিলের টাকা চান। এই সময় তাঁকে ওই অবস্থাতেই টেনে নিয়ে গাড়ি চলতে থাকে। এভাবে হেঁচড়ে ওয়েটারকে প্রায় ১ কিলোমিটার নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে বন্দিও করে ওই ৩ ক্রেতা।
একটা রাত তাঁকে বন্দি করে রাখে। এভাবে ওয়েটারকে গাড়ি টেনে নিয়ে যাওয়ার ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনাটি নিয়ে রীতিমত শোরগোল পড়ে গেছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের বীদ জেলার মেহকার পান্ধারপুর পালখি হাইওয়ের একটি হোটেলে ঘটনাটি ঘটে।
রাতে ধরে রাখার পর সকালে ওই ওয়েটারকে ছেড়ে দেয় হোটেলে খেয়ে বিল না মিটিয়ে পালানো ৩ ক্রেতা। ওই ওয়েটার সেখান থেকে মুক্ত হয়ে পরে পুলিশে সব জানান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খাবার বিল মেটানো দূরে থাক ওয়েটারকে রাতে বন্দি করে রাখার সময় তাঁর কাছে থাকা সাড়ে ১১ হাজার টাকাও হাতিয়ে নেয় ওই ৩ ক্রেতা।