National

বাথরুমে ঢুকে স্নানরত ছাত্রীর ভিডিও তুললেন শিক্ষিকা, অভিযোগে পথ অবরোধ

বাথরুমে জোর করে ঢুকে এক ছাত্রীর ছবি তোলার অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। ওই ছাত্রী তখন স্নান করছিল। এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ ছাত্রীদের।

সরকার পোষিত মেয়েদের আবাসিক স্কুলের ছাত্রীরা ক্লাস করে স্কুলে। আর স্কুলের পাশেই ডরমিটরিতে থাকে। এভাবেই চলছে স্কুলটি। এরমধ্যেই এক ছাত্রীর ঋতুস্রাব চলছিল। সে স্কুলে এসেছিল ঠিকই, কিন্তু খেলার জন্য বরাদ্দ সময়ে সে অন্য শিক্ষিকাদের কাছে অনুমতি চেয়ে ডরমিটরিতে ফিরে বাথরুমে যায়। ছাত্রীটি স্কুলের খেলার পিরিয়ডে ডরমিটরিতে গেছে শুনে রেগে যান শারীরশিক্ষার শিক্ষিকা। তিনি দ্রুত ডরমিটরির দিকে হাঁটা দেন।

ছাত্রীটির অভিযোগ সে তখন বাথরুমে স্নান করছিল। সেই সময় জোর করে বাথরুমে ঢোকেন ওই শিক্ষিকা। তারপর তাকে স্নানরত অবস্থাতেই মারধর করেন। তার স্নান করার ভিডিও তোলেন ওই শিক্ষিকা। শারীরিক ও মানসিক যন্ত্রণায় কাতর হয়ে পড়ে ওই ছাত্রী।


বিষয়টি জানাজানি হতে ওই শিক্ষিকার বিরুদ্ধে অন্য ছাত্রীরাও ক্ষোভে ফেটে পড়ে। তারা স্কুলের কাছে রাস্তায় নেমে এর বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। পথ অবরোধও করে।

তেলেঙ্গানার সিরসিল্লা শহরে ঘটা এই ঘটনা রীতিমত আলোড়ন ফেলে দেয়। সিরসিল্লা সিদ্দিপেট মেন রোডে রাস্তায় বসে ওই শিক্ষিকাকে বরখাস্ত করার দাবিতে সোচ্চার হয় ছাত্রীরা।


ছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হওয়ায় পুরো বিষয়টি সকলেরই নজরে আসে। ছাত্রীরা ততক্ষণ রাস্তায় বসে থাকে যতক্ষণ না তাদের দাবি পূরণ হয়।

অবশেষে জ্যোৎস্না নামে ওই শিক্ষিকাকে ওই স্কুল থেকে সরানো হয়। তারপর বিক্ষোভ ওঠে। এই ঘটনা ফের একবার দেশের আবাসিক স্কুলগুলিতে ছাত্রীদের সঙ্গে হওয়া নানা অন্যায়ের ছবি তুলে ধরল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button