National

জলে নেমে মাছ লুঠ, মৎস্য প্রদর্শনী করে পস্তাচ্ছেন উদ্যোক্তারা

খোদ রাজ্যের মৎস্য দফতরই ছিল এই মৎস্য প্রদর্শনীর আয়োজক। রাজ্যের মুখ্যমন্ত্রী এসে উদ্বোধনও করেছিলেন। তারপর যা হল তা দেখে এখন পস্তাচ্ছেন আধিকারিকরা।

রাজ্যে মাছের প্রদর্শনী। যেখানে একটি অস্থায়ী বিশাল বায়োফ্লক ট্যাঙ্ক তৈরি করে সেখানে প্রচুর মাছ ছেড়ে দেওয়া হয়েছিল। নানাধরনের মাছ খেলে বেড়াচ্ছিল সেই জলে। উদ্দেশ্য ছিল সকলের সামনে মাছের নানাধরন তুলে ধরা।

জলে ভেসে বেড়ানো মাছ দেখিয়ে মানুষকে আনন্দ দেওয়া। সেই সঙ্গে মাছদের সঙ্গে তাঁদের পরিচিত করা। এই সাধু উদ্যোগের আয়োজন করার পর তা রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়ে উদ্বোধনও করানো হয়।


বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এসে ফিতে কেটে এই মৎস্য প্রদর্শনীর উদ্বোধন করেন। সরকারি এই আয়োজনে মুখ্যমন্ত্রী চলে যাওয়া পর্যন্ত সবকিছু পরিকল্পনা মতই চলছিল। সমবেত মানুষজনও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কিন্তু মুখ্যমন্ত্রী চলে যেতেই বদলে যায় চিত্র। ক্রমে সেই বায়োফ্লক ট্যাঙ্ক ঘিরে উত্তাল হতে থাকেন মানুষজন। সেটি ধরে নাড়ানো শুরু হয়। এরপর একে একে সেই জলে নেমে পড়েন কয়েকজন। লক্ষ্য একটাই। মাছ ধরা।


প্রবল হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বায়োফ্লক ধরে চলে টানাহেঁচড়া। এতে ক্রমে সেই কৃত্রিম জলাধার বেঁকে গিয়ে জল গড়িয়ে বার হতে থাকে। সেই সঙ্গে মাছও ভেসে বেড়িয়ে যেতে থাকে মাঠের ওপর।

শুরু হয়ে যায় মাছ ধরা। যে যেমন পারেন মাছ খামচে ধরে বিজয়ীর মত তুলে দেখাতে থাকেন। অনেকেই যেমন যা মাছ পান তা নিয়ে চম্পট দেন। এক ভয়ংকর হুলস্থূল পরিস্থিতির সৃষ্টি হয়।

অবাধেই চলে মাছ লুঠ। কাউকে আটকানোর কোনও চেষ্টাও হয়নি। ঘটনাটি ঘটেছে বিহারের সহর্সা জেলায়। এই ঘটনার পর এখন এই আয়োজন করেই পস্তাচ্ছেন বিহারের মৎস্য দফতরের আধিকারিকরা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button