রাত প্রায় আড়াইটে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের তারাচাঁদ হস্টেলের সামনে এক বন্ধুকে নিয়ে কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিএসপি নেতা রাজেশ যাদব। অভিযোগ সেই সময়ে তাদের সঙ্গে কয়েকজনের কথাকাটাকাটি হয়। তারপরই রাজেশ যাদবের পেটে গুলি করে দুষ্কৃতীরা। তারপর সেখান থেকে চম্পট দেয়। বেগতিক বুঝে রক্তাক্ত রাজেশ যাদবকে নিজের গাড়িতে তুলে সোজা হাসপাতালে হাজির হন তাঁর বন্ধু। হাসপাতালে রাজেশ যাদবের মৃত্যু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এদিন সকালে বিএসপি সমর্থকেরা ওই হাসপাতালে ভাঙচুর চালান। আক্রমণের শিকার হন সাংবাদিকেরাও। রাস্তায় পরপর বাসে আগুন ধরিয়ে দেন উত্তেজিত সমর্থকেরা। পুলিশের দাবি দুপুরের পর উত্তেজিত জনতাকে কিছুটা আয়ত্তে আনা গেলেও এলাহাবাদের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে।