আকাশে রং ঢেলে কেবল এই রাজ্যেই বাস করে ২০ লক্ষ পাখি
ভারতের একটি রাজ্যেই বসবাস করে ২০ লক্ষ পাখি। সংখ্যাটা অবিশ্বাস্য মনে হলেও এটাই উঠে এসেছে খতিয়ানে। যেখানে আকাশ ঢেকে যায় রংবাহারি ডানায়।
নীল আকাশের রূপ বদলে যায় নানা রংয়ের ছোঁয়ায়। আর সেই রংবাহারি ডানা মেলে পাখির ঝাঁক। ভারতের একটিমাত্র রাজ্যেই বাস করে ২০ লক্ষ পাখি। আপন খেয়ালে ডানা মেলে ভেসে বেড়ায় নীল আকাশের বুকে। ফলে এ রাজ্যকে পাখিদের স্বর্গরাজ্য বলেই অভিহিত করা হচ্ছে।
রাজ্যের সর্বত্রই যে পাখির সংখ্যা যথেষ্ট তা অবশ্য নয়। যেমন কচ্ছের রণেই ৪ লক্ষ ৫৬ হাজার পাখির বাস। ১৬১ ধরনের পাখি এখানে উড়ে বেড়ায়।
আবার দেবভূমি বলে পরিচিত দ্বারকা হল নানা পাখির জন্য বিখ্যাত। একমাত্র দ্বারকাতেই ৪৫৬ ধরনের পাখির দেখা পাওয়া যায়। যারা দ্বারকায় নিশ্চিন্তে বসবাস করে।
আবার নল সরোবরেই শুধু রয়েছে ৩ লক্ষ ৬২ হাজার পাখি। গুজরাটের সাদা মরুকে গোলাপি করে দেয় আবার অনেক দূর থেকে উড়ে আসা পরিযায়ী ফ্লেমিঙ্গো পাখির দল। যাদের ঝাঁক গোটা চত্বরকে গোলাপি আভায় ভরিয়ে দেয়।
গুজরাটে পাখি সংরক্ষণে জোর দেওয়া হচ্ছে। যাতে গির অরণ্য থেকে কচ্ছের রণের দিগন্ত বিস্তৃত প্রাঙ্গণে পাখিরা নিজেদের মত করে শান্তিতে বসবাস করতে পারে।
জামনগর, কচ্ছ ও আমেদাবাদকে পক্ষী সংরক্ষণের জন্য পাখির চোখ করেছে সরকার। খিজাদিয়া পক্ষী সংরক্ষণ কেন্দ্রকেও পাখিদের নিশ্চিন্ত আশ্রয়ে পরিণত করা হয়েছে।
সব মিলিয়ে গুজরাট এমন এক রাজ্য যেখানে পাখিরা রংয়ে রংয়ে ডানা মেলে নীল আকাশের বুকে। যেখানে কেবল দেশি পাখিরাই থাকেনা, থাকে বহু পরিযায়ী পাখিদের ঝাঁকও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা